মহেশপুর ৫৮ বিজিবির সদর দপ্তরে ১১৯ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

0
মহেশপুর ৫৮ বিজিবির সদর দপ্তরে ১১৯ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

প্রেসনিউজ২৪ডটকমঃ মহেশপুর (ঝিনাইদহ)সংবাদদাতাঃ ফ্রেরুয়ারী থেকে এপ্রিল পর্যন্ত তিন মাসে ঝিনাইদহের মহেশপুরের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে উদ্ধার কৃত ১১৯ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মহেশপুর ৫৮ বিজিবির সদর দপ্তরে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

মহেশপুর ৫৮ বিজিবির সদর দপ্তরে মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ হুমায়ুন কবির। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল আহসান হাবিব পিএসসি, মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল রফিকুল ইসলাম প্রমুখ।

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মাদকদ্রব্য ধ্বংসের মধ্যে রয়েছে, ভারতীয় ফেনসিডিল ২৫ হাজার ৮১৩ বোতল, ভারতীয় মদ ৩৮ হাজার ৯৮০ বোতল, এল এস ডি ২৯ বোতল, কোকেন ৭৮ কেজি ৯৪০ গ্রাম, গাজা ১৩০ কেজি ৯৫১ গ্রাম, হেরোইন ৩৬ কেজি ৭৯১ গ্রাম,ক্রিস্টাল মেথ আইস ৬ কেজি ২৯৯ গ্রাম, ইয়াবা ট্যাবলেট ৬৫ হাজার ৯৭৪ পিচ, ভারতীয় ভায়াগ্র ট্যাবলেট ২১ হাজার ৩১৬ পিচ, টাপেন্টডল ৩ হাজার ৭০পিচ, ভারতীয় ঔষধ ৯ হাজার ৮৪৫ বোতল।

 

 

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here