মহেশপুর দেওয়ানী আদালতে বিচারক না থাকায় হয়রাণীর শিকার হচ্ছেন বিচার প্রত্যাশী জনগণ

0
মহেশপুর দেওয়ানী আদালতে বিচারক না থাকায় হয়রাণীর শিকার হচ্ছেন বিচার প্রত্যাশী জনগণ

প্রেসনিউজ২৪ডটকমঃ মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলা দেওয়ানী আদালতে দীর্ঘ প্রায় আড়াই মাস বিচারক না থকায় বিচারপ্রত্যাশী জনগণ প্রতিনিয়ত হয়রানীর শিকার হচ্ছেন।
গত ফেব্রুয়ারী মাসের শেষে মহেশপুর দেওয়ানী আদালতের বিচারক রাজীব কুমার রায় অন্যত্র বদলী হলেওঅত্র আদালতে অদ্যবধি বিচারক নিয়োগ না দেওয়ায় দেশের সীমান্তবর্তী এ উপজেলার প্রায় ৪ লক্ষ মানুষ জমি-জমা ও পারিবারিক সংক্রান্ত বিচার কার্যক্রম থেকে বঞ্চিত হচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মহেশপুর উপজেলা প্রায় ৪ লক্ষাধিক মানুষের বসবাস। প্রতিদিন কেউ না কেউ জমি সংক্রান্ত বিরোধ বা পারিবারিক সমস্যা নিয়ে আদালতে আসেন। কিন্তু বিচারক না থাকায় আদালতের কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ থাকার মতো পরিস্থিতি বিরাজ করছে।একজন স্থানীয় আইনজীবী বলেন, “এভাবে দীর্ঘদিন আদালতে বিচারক না থাকা খুবই দুঃখজনক। সাধারণ মানুষ বিচার পাচ্ছে না, এটি তাদের সাংবিধানিক অধিকার হরণ করার শামিল।”

এ পরিস্থিতিতে দ্রুত বিচারক নিয়োগের দাবি জানিয়ে এলাকাবাসী, আইনজীবী ও বিচারপ্রার্থীরা আইন মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেছেন।তাঁদের দাবি, মহেশপুরের মতো গুরুত্বপূর্ণ সীমান্ত উপজেলা, যেখানে নিয়মিতভাবে জমি ও পারিবারিক মামলার জট থাকে, সেখানে আদালত বিচারকশূন্য থাকলে আইনের শাসন কার্যকর হওয়া কঠিন হয়ে পড়ে।এব্যাপারে আইন মন্ত্রনালয়ের উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু দৃষ্টি কামনা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here