ফুলবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মানুষদের মাঝে গরু বিতরণ

0
ফুলবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গরিবদের মাঝে বকনা গরু বিতরণ করা হয়েছে

প্রেসনিউজ২৪ডটকমঃ কবির সরকার ফুলবাড়ী দিনাজপুর থেকে: দিনাজপুরের ফুলবাড়ীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষদের মাঝে ১ টি করে বকনা গরুর বিতরণ করা হয়েছে। আজ সকাল ১১ টায় ফুলবাড়ি উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে ৭০ জন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষদের মাঝে পালনের উপযুক্ত বকনা গরু বিতরণ করা হয়। গরু বিতরণ অনুষ্ঠানে প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার সারোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসহাক আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ এ কে এম খন্দকার মুহিব্বুল, দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম,এলুয়ারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা নবিউল ইসলাম, ফুলবাড়ী পৌর বিএনপি’র সভাপতি আলহাজ্ব আবুল বাশার, পৌর যুবদলের সদস্য সচিব মানিক মন্ডল,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ারুল হক, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক রাসেল পারভেজ, যুগ্ন আহবায়ক শাহেদ ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিয়াবুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।  বকনা গরুর পাশাপাশি প্রতিটি গরু প্রাপ্তি ব্যক্তিকে চার বস্তা করে গরুর খাবার দেওয়া হয়, বং গরু রাখার অন্যান্য সরঞ্জা সরবরাহ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here