না’গঞ্জে হকার হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন

0
না’গঞ্জে হকার হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন

প্রেসনিউজ২৪ডটকমঃ নারায়ণগঞ্জ শহরের হকার জুবায়ের হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ও দুজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় পাঁচজন আসামি উপস্থিত ছিলেন। মঙ্গলবার (৬ মে) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মোহাম্মদ আক্তারুজ্জামান ভূঁইয়া এই রায় ঘোষণা করেন।

এছাড়া আরও দুজন আসামিকে বেকসুর খালাস প্রদান করেছে আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- ইকবাল ওরফে ডাক্তার, স্বপন, সায়মন ও সানি। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- রাসেল ও হাসান। এদের মধ্যে আসামি রাসেল পলাতক ছিলেন। খালাস প্রাপ্তরা হলেন- হকার নেতা আসাদ ও মহসিন।বিষয়টি নিশ্চিত করে কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, হত্যা মামলায় সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে চারজনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

এই মামলায় আরও দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। সেই সঙ্গে তাদেরকে ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া এই মামলার চার্জশিটভুক্ত অপর দুই জন আসামিকে খালাস দেওয়া হয়েছে।রায়ে সন্তুষ্টি প্রকাশ করে মামলার বাদী ও নিহতের মা মুক্তা বেগম বলেন, ছেলে হত্যার মামলার রায়ে আমরা সন্তুষ্ট। দ্রুত এ রায় কার্যকর করার দাবি জানাই।

মামলা সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১৪ অক্টোবর নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কে বলাকা পেট্রোল পাম্পের সামনে ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে হকার জুবায়েরকে মারধর ও ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় তার মা মুক্তা বাদী হয়ে ইকবালসহ আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও পাঁচজনকে আসামি করে মামলা করেন। এই মামলায় ১৬ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এ রায় দেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here