প্রেসনিউজ২৪ডটকমঃ ‘বিশ্বময় মুসলিম নিপীড়ন বন্ধে জাতীয় ঐক্যের বিকল্প নাই’ শীর্ষক জনসভা করেছে হেযবুত তওহীদ। বৃহস্পতিবার (১ মে) দুপুর দেড়টায় কুষ্টিয়ায় বিশাল এ জনসভার আয়োজন করে কুষ্টিয়া জেলা হেযবুত তওহীদ। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের সর্বোচ্চ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম।
তিনি তাঁর বক্তব্যে বলেন, গত কয়েক শতাব্দী ধরে বিশ্বময় চলছে মুসলিম নিপীড়ন যা আজ চূড়ান্ত রূপ নিয়েছে। একটার পর একটা মুসলিম রাষ্ট্র ধ্বংস করে দেয়া হচ্ছে। গাজার মুসলমানদের গণহত্যা বিশ্ববাসীকে কাঁদিয়েছে। খণ্ড-বিখণ্ড মুসলিম জাতি চেয়ে চেয়ে দেখেছে। যতদিন মুসলিম জাতি জাতীয় ঐক্য গড়ে তুলতে না পারবে, আল্লাহ নির্দেশিত সীসাগলা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হতে না পারবে ততদিনে এই নিপীড়ন থেকে রেহাই পাবে না।
কাশ্মীর ইস্যু নিয়ে তিনি বলেন, সম্প্রতি কাশ্মীরে উগ্রবাদী হামলা, মিয়ানমারের জান্তা সরকারের সঙ্গে রাখাইন অঞ্চলের অস্থিরতা -এসব ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে এক ধরনের থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে। একে অপরকে দোষারোপ করার পাশাপাশি ইসলাম ও মুসলমানদের টার্গেট করে বক্তব্য দেওয়া হচ্ছে এবং গণমাধ্যমে ইসলাম সম্পর্কে ঘৃণাপূর্ণ প্রচারণা চালানো হচ্ছে।
হেযবুত তওহীদের ইমাম বলেন, “এখানেও যদি কোনো যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে আমাদের অবস্থাও হয়ত গাজার মুসলমানদের মতো হতে পারে। এর থেকে রেহাই পেতে হলে ফেরকা-মাজহাব ভুলে অভ্যন্তরীণ দ্বন্দ্ব-কোন্দল ভুলে, বিভাজনের সব পথ বন্ধ করে দিয়ে এক আল্লার হুকুমের উপর ঐক্যবদ্ধ জাতিসত্বা গড়ে তুলতে হবে।
হেযবুত তওহীদের কুষ্টিয়া জেলা সভাপতি আক্কাস আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হেযবুত তওহীদের কেন্দ্রীয় সমন্বয়কারী মো. নিজাম উদ্দীন, কেন্দ্রীয় নারী বিষয়ক সম্পাদক রুফায়দাহ পন্নী, খুলনা বিভাগীয় সভাপতি মো. তানভীর আহমেদ, ঢাকা বিভাগীয় সভাপতি ডা. মাহবুব আলম মাহফুজ, কুষ্টিয়া অঞ্চলের সভাপতি মো. জসেব উদ্দীন, খুলনা অঞ্চলের সভাপতি শামসুজ্জামান মিলন প্রমুখ।
অনুষ্ঠান শরুর আগেই জনতার ঢল নামে অনুষ্ঠানস্থলে। আশেপাশের বিভিন্ন জেলার হাজার হাজার মানুষ ভিড় জমায় অনুষ্ঠানে। স্লোগানে স্লোগানে মুসলমানদের উপর নিপীড়ন বন্ধে এবং দেশ ও মানবতার স্বার্থে তারা ঐক্যবদ্ধ হবার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।





