ফুলবাড়ীতে বেতদিঘী ইউনিয়নে বিএনপির উদ্যোগে যৌথ সভা অনুষ্ঠিত 

0

প্রেসনিউজ২৪ডটকমঃ ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে ৪ নং বেতদিঘী ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। যৌথ সভায় বেতদিঘী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ শাহ এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি এজাজুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য এ জেড এম রেজ‌ওয়ানুল হক। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ চৌধুরী খোকন,দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম,পার্বতীপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মিনহাজুল হক সহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা বিএনপির সহ-সভাপতি মোজাফফর হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন মাস্টার, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আবু শহীদ, ফুলবাড়ী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, যুবদল নেতা বেলাল উদ্দিন ডেভিড, শিবনগর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মাসুদ রানা, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক ইমামুল ইহসান প্লুটো,বেতদিঘী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাজল,সদস্য সচিব মোস্তফা আরিফ, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক বেলাল হোসেন,ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক নয়ন শাহ, সদস্য সচিব ফজলার রহমান,ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহিন আলীসহ ইউনিয়ন বিএনপি, যুবদল,ছাত্রদল,স্বেচ্ছাসেবক দলসহ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ।

সমাবেশে যোগদানের পূর্বে প্রধান অতিথি এ জেড এম রেজ‌ওয়ানুল হককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান ও যুবদল নেতা বেলাল উদ্দিন ডেভিড।অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে, জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে লালন করতে হবে। তাহলেই গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here