না’গঞ্জ খানপুর হাসপাতাল পরিদর্শন করে হুইলচেয়ার বিতরণ করলেন জেলা প্রশাসক

0
না’গঞ্জ খানপুর হাসপাতাল পরিদর্শন করে হুইলচেয়ার বিতরণ করলেন জেলা প্রশাসক

প্রেসনিউজ২৪ডটকমঃ নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা হাসপাতাল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এ সময় তিনি রোগীদের সাথে কথা বলেন ও হাসপাতালকে আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব হাসপাতালে রূপান্তরের লক্ষ্যে নানা উদ্যোগ গ্রহণের কথা জানান। পরে হাসপাতাল কর্তৃপক্ষকে ৫টি হুইল চেয়ার বিতরণ করেন।

শনিবার (২৬ এপ্রিল) সকালে শহরের খানপুর এলাকায় ‘গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে হাসপাতাল পরিদর্শন করেন তিনি। হাসপাতাল পরিদর্শন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, হাসপাতালের অধিকাংশ হুইলচেয়ার নষ্ট হওয়ার কথা জানিয়েছে। ফলে তারা নতুন হুইলচেয়ার দাবি করেছে। অসুস্থ রোগীদের সুবিধার্থে আজ হাসপাতালে ৫টি হুইলচেয়ার প্রদান করেছি। আগামীতে প্রয়োজন হলে আরও দেব।

হাসপাতালে বৃক্ষরোপণ ও পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে জেলা প্রশাসক বলেন, ‘গ্রিন অ্যান্ড ক্লিন’ কর্মসূচির অংশ হিসেবে খানপুর হাসপাতালে এক হাজার বৃক্ষরোপণ করা হবে। পাশাপাশি হাসপাতালের অভ্যন্তরে একটি রাস্তা যেখানে ময়লা-আবর্জনা ফেলা হয়, তা দ্রুত পরিষ্কারের জন্য হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বসে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। মেডিকেল সেবার মান নিয়ে জেলা প্রশাসক বলেন, ‘বিভিন্ন মিটিংয়ে মেডিকেলের অভিযোগের কথা শুনেছি। তাই সরাসরি রোগীদের সঙ্গে কথা বলেছি।

রোগীরা জানিয়েছেন, তারা সেবা পাচ্ছেন এবং কোনো অসুবিধার মুখে পড়ছেন না। তবে ডাক্তারদের প্রতি অনুরোধ, তারা যেন এমনভাবে সেবা প্রদান করেন যাতে জনগণ সন্তুষ্ট থাকে। হাসপাতালে মাদক ও দালাল চক্রের বিষয়ে জেলা প্রশাসক বলেন, ‘মাদক বিক্রেতাদের একটি তালিকা আমরা চেয়েছি। আজ থেকেই মোবাইল কোর্ট অভিযান চলবে। এছাড়া দুজন দালালকে সেনাবাহিনী গ্রেফতার করেছে। আগামীতে এসব অনৈতিক কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

খানপুর ৩শ শয্যা বিশিষ্ট হাসপাতালের চিকিৎসক তত্ত্বাবধায়ক ডা. মো. আবুল বাসার বলেন, ‘আজ হাসপাতালে ৫টি হুইল চেয়ার দিয়েছেন জেলা প্রশাসক। একই সাথে তিনি হাসপাতালের নতুন ও পুরাতন ভবন পরিদর্শন করেছেন। তাঁর নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সর্বাত্মক চেষ্টা করবো। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, নির্বাহী প্রকৌশলী (গণপূর্ত) মো. হারুন অর রশিদ, কনসালটেন্ট সহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here