ফুলবাড়ীতে অনুষ্ঠিত হলো চড়ক পূজা ও চড়কের মেলা

0
ফুলবাড়ীতে অনুষ্ঠিত হলো চড়ক পূজা ও চড়কের মেলা

প্রেসনিউজ২৪ডটকমঃ দিনাজপুর ফুলবাড়ী প্রতিনিধি ফুলবাড়ী (দিনাজপুর): দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার খয়ের বাড়ি ইউনিয়নের উদ্যোগে ঐতিহ্যবাহী চড়ক পূজা ও চরকের মেলার প্রতিবছরের ন্যায় এ বছরও অনুষ্ঠিত হয় ।অনুষ্ঠান দেখতে আসা দর্শনার্থীদের ভিড়ে মুখরিত হয়ে ওঠে খয়ের বাড়ি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের শ্মশান কালী মন্দির প্রাঙ্গন।

এই মেলাতে দর্শনার্থীদের যেমন বিনোদন পেতে আসে তেমনি ভক্তরা আসে বিভিন্ন মানত নিয়ে। ভক্তদের সঙ্গে কথা বলতে জানা যায়, যাদের বাচ্চা হয় না, এখানে পূজা দিলে তাদের মনের আশা পূর্ণ হয় এমন বিশ্বাস তারা রাখে। খায়ের বাড়ি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো: শামীম হোসেন বলেন, প্রতিবারের মত এবারও অনুষ্ঠিত হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী চড়ক পূজা ও চড়ক মেলা। সার্বিক নিরাপত্তা পরিস্থিতি অনেক ভালো ।

আগামীতেও যেন ভালোভাবে অনুষ্ঠিত হয় সকলের কাছে এই কামনা করেন। মেলা কমিটির পক্ষে ৫ নংইউপি সদস্য সুকুমার রায় বলেন , প্রতি বছরের মত এবারও এই মেলা আয়োজন করতে পেরে আমরা অনেক আনন্দিত। দর্শনার্থী ও ভক্তদের উপস্থিতি অনেক ভালো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here