বন্দরে লাঙ্গলবন্দ তীর্থ অষ্টমী স্নানোৎসব শুরু

0
বন্দরে লাঙ্গলবন্দ তীর্থ অষ্টমী স্নানোৎসব শুরু

প্রেসনিউজ২৪ডটকমঃ নারায়ণগঞ্জের বন্দরে ব্রহ্মপূত্র নদের কোল ঘেষে শুক্রবার রাত ২টা ৮ মিনিট থেকে শুরু হবে লাঙ্গলবন্দ অষ্টমী স্নানোৎসব। সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের পাপমোচনে স্নানোৎসব শেষ হবে আগামীকাল শনিবার রাত ১২ টা ৫১ মিনিট পর্যন্ত। স্নানোৎসব উপলক্ষে নানা প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে লাঙ্গলবন্দ  স্নানোৎসব এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা। জানা গেছে, ইতিমধ্যে স্নান এলাকায় ২০ টি স্নান ঘাটলায় কাপড় পাল্টানো, চিকিৎসা সেবায় ভ্রাম্যমান কেন্দ্র, শৌচাগার, বিশুদ্ধ পানি সরবারাহ, ও পূণার্থীদের নিরাপত্তায় নিয়োজিত থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর দেড় হাজার সদস্যরা।

 স্নান এলাকায় টহলে থাকবেন সেনাবাহিনী, র‌্যাব, ব্রহ্মপূত্র নদে টহলে থাকবে নৌ পুলিশ ও কোস্ট গার্ড। জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা বলেন, আগাত পূর্ণার্থীদের সুবিধার্থে ১৬০ টি শৌচাগার স্থাপন করা হয়েছে। স্নান এলাকায় নিরাপত্তায় বসানো হয়েছে ওয়াচ টাওয়ার।

সিসিটিভির পাশাপাশি পর্যবেক্ষণের জন্য থাকবে ড্রোন। পূর্ণার্থীদের নিরাপত্তা জোর লাঙ্গলবন্দ  জুড়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আগাম প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here