আইনশৃঙ্খলা রক্ষায় না’গঞ্জ শহরজুড়ে সিসিটিভি ক্যামেরা স্থাপন

0
আইনশৃঙ্খলা রক্ষায় না’গঞ্জ শহরজুড়ে সিসিটিভি ক্যামেরা স্থাপন

প্রেসনিউজ২৪ডটকমঃ নারায়ণগঞ্জে ‘গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচির আওতায় আইনশৃঙ্খলা রক্ষায় সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন। জানা গেছে, শহরের প্রাণকেন্দ্র চাষাড়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান যেমন- বিজয়স্তম্ভ, শহীদ মিনার, মিশন পাড়ার মোড়, বালুর মাঠ এবং ডাক বাংলোর মোড়কে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়।

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, এই উদ্যোগ নারায়ণগঞ্জবাসীর নিরাপদ চলাচল, যানজট নিরসন এবং আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সিসিটিভি নেটওয়ার্কের মাধ্যমে এলাকাটির নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা আরও কার্যকর হবে। শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোকে সিসিটিভির আওতায় আনা হবে, যা নারায়ণগঞ্জকে একটি আধুনিক ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে। জেলা পুলিশ সুপার প্রতুষ কুমার মজুমদার বলেন, প্রযুক্তির সহায়তায় অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কর্মসূচির আওতায় ইতিমধ্যে শহরের ১৬টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন ও অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. সোহেল রানাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here