প্রেসনিউজ২৪ডটকমঃ তালতলী (বরগুনা) প্রতিনিধি॥ বরগুনার তালতলীতে দুলাভাই এর বাড়ি থেকে পরকিয়া প্রেমিকা সহ
দুই যুগল এর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে তালতলী থানা পুলিশ। নিহত যুবকের নাম ইকবাল হাওলাদার তিনি বরগুনার বেতাগী উপজেলার পূর্ব রানিপুর গ্রামের শুক্কুর হাওলাদার এর পুত্র ও পরকিয়া প্রেমিকা পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার সুবিদখালী
গ্রামের ডিভোর্সী লামিয়া বেগম।
বৃহস্পতিবার (৩রা এপ্রিল) বিকেলে উপজেলার ৪নং শারিকখালী ইউনিয়ন এর চাউলাপাড়া গ্রামে রহিম ডাক্তারের বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার ২ এপ্রিল বিকেলে পরিকিয়া প্রেমিকা লামিয়াকে নিয়ে দুলাভাই এর বাড়ি বেড়াতে আসেন ইকবাল হাওলাদার। বোন দুলাভাই ঢাকায় থাকায় তাদের আদর আপ্যায়ন করেন তালই রহিম ডাক্তার।
ব্যাপারটি জানাজানি হলে লজ্জার কারনে ওই বাড়ীর দোতালায় ওঠে প্রেমিক ইকবাল প্রেমিকার ওড়না গলায় পেচিয়ে উপরে চালের মাডামের সাথে ও প্রেমিকা লামিয়া ওই বাড়ীতে থাকা নাইলনের রসি গলায় বেধেঁ মাডামের সাথে বেধেঁ উভয়ই একই সাথে আত্মহত্যা করেন।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল বলেন, যুগলের আত্মহত্যার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। সুরাতহাল রিপোর্ট ও লাশ নিয়ে পুলিশ আসলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।