তালতলীতে ঈদের নামাজে ইমামকে হত্যা চেষ্টা, ছুরি সহ যুবক আটক

0
তালতলীতে ঈদের নামাজে ইমামকে হত্যা চেষ্টা, ছুরি সহ যুবক আটক

প্রেসনিউজ২৪ডটকমঃ তালতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে পবিত্র ঈদুল ফিতরের নামাজের সময় ইমামকে দেশীয় অস্ত্র দিয়ে হত্যা করার জন্য আক্রমণ করার চেষ্টায় স্থানীয় মুছুল্লীরা মাসুম(১৯) নামের এক যুবক আটক করে তালতলী থানা পুলিশকে সোপর্দ করেছে। যুবক উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়নের আলীরবন্দর গ্রামের সাইদুর রহমানের পুত্র।

মাসুম ঐ মসজিদের সাবেক ইমাম ছিলেন। সোমবার (৩১ মার্চ) সকাল ৮ টার দিকে উপজেলা শারিকখালী ইউনিয়নের আঙ্গারপাড়া গ্রামের সিকদার বাড়ি মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজের সময় এই ঘটনা ঘটে। ইমামের উপর হামলাকারী মাসুম জানিয়েছেন, তিনি আগে একটি মসজিদে ইমামতি করতেন, গতবছর কোরবানি ঈদের সময় কুয়াকাটার একটা আবাসিক হোটেলে প্রেমিকাকে নিয়ে যাই।

এরপর টাকা আনার জন্য আমার বন্ধু একই গ্রামের ইব্রাহিম এর পুত্র ইমরানের কাছে প্রেমিকাকে রেখে আসি । এই সুযোগে ইমরান আমার প্রেমিকাকে বেজ্জতি করেন। তার প্রেমিকা না বললেও আমি সেটা জানতে পারি, এবং আমার ঘটনাটি জানাজানি হলে আমি এলাকা ছেড়ে ঢাকা গিয়ে প্রতিশোধের নেশার অপেক্ষায় থাকি। এক হাজার টাকা দিয়ে এই ছুরিটি তৈরি করে নিয়ে আসি।

ইমরানের সন্ধান পেয়ে ঈদের দিন লোক সম্মুখে তার উপর আক্রমণ করি। মসজিদের সাবেক সেক্রেটারি মোঃ জাকির হোসেন বলেন, নামাজের দ্বিতীয় রাকাতের সময় হামলাকারী নামাজ ছেড়ে তার সাথে থাকা একটি কার্টুন থেকে আনুমানিক দুই ফুট লম্বা একটি ছুরি বের করে ইমামকে মারার জন্য চেস্টা করলে আমি তাকে ঝাপটে ধরি। এরপর মসজিদের মুসল্লিরা তাকে ধরে আটকে রাখে থানা পুলিশকে খবর দেই।

এসময় জানতে পেরেছি ইমামের সাথে ওই যুবকের পূর্ব শত্রুতা রয়েছে । সিকদার বাড়ি মসজিদের ইমাম ইমরান হোসেন জানিয়েছেন, কেওড়া বুনিয়া মাদ্রাসায় লেখাপড়াকালীন সময়ে মাসুম তার মোবাইল চুরি করেছিল, এই ঘটনায় তিনি তাকে অপমান করায় তার উপরে ক্ষিপ্ত হয়ে এই কাজ করেছেন।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো.শাহজালাল জানিয়েছেন। ঘটনার সংবাদ শুনে পুলিশ গিয়ে মাসুমকে দেশীয় অস্ত্রসহ আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনা এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here