প্রেসনিউজ২৪ডটকমঃ তালতলী (বরগুনা) প্রতিনিধি॥ বরগুনার তালতলীতে অটোরিকশা স্ট্যান্ড দখলে নিতে বিএনপি’র দুই
গ্রুপের সংঘর্ষে অন্তত ৫ জন গুরুতর আহত হয়েছে। ঘন্টা ব্যাপী সংঘর্ষের পর নৌ-বাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি
নিয়ন্ত্রণে আনে। শুক্রবার (২৮ মার্চ) দিবাগত রাত ৯ টার দিকে উপজেলার লাউপাড়া বাজারে রিপন মৃধা ও রাজিব ফকিরের গ্রুপেরমধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটেছে।
আহতদের তালতলী হাসপাতালে আনা হলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত ডাক্তার আশংকাজনক অবস্থায় রিপন মৃধাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতরা হলেন- রিপন মৃধা (৩৫), জলিল মৃধা (৩৫), তারেক গাজী (২৭), রাজিব ফকির (৩২) ও সুজন (৩৬)। এরা সবাইউপজেলার সোনাকাটা ইউনিয়নের বাসিন্দা। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার লাউপাড়া বাজারের অটোরিকশা স্ট্যান্ড দখলে নিতে বিএনপি’র সমর্থক রিপন মৃধা ও রাজিব ফকির গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ চলছিলো। এর জের ধরে গতরাতে রিপন মৃধা ও রাজিব ফকিরের সাথে কথার কাটাকাটি হয়।
এক পর্যায় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন। খবর পেয়ে নৌ-বাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।রিপন মৃধা গুরুতর আহত থাকায় তার ভাগিনা হৃদয় হাওলাদার বলেন, স্থানীয় দুই জন অটো রিকশা চালকের সাথে সিরিয়াল নিয়ে তাদের মধ্যে দ্বন্দ হয়। এ ঘটনায় সমাধান করতে গেলে রাজিব ফকিরের নেতৃত্বে আমাদের উপর হামলা চালায়।এ দিকে অভিযোগ অস্বীকার করে রাজিব ফকির বলেন, অটোরিকশা চালকদের কাছে রিপন মৃধার গ্রুপ দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছে।
এ নিয়ে রিপন মৃধা ও অটোরিকশা চালকের মধ্যে বাক-বিতন্ডা চলছিলো। এসময় আমি তাদের সমাধানের চেষ্টা করলে আমার উপর রিপন মৃধার নেতৃত্বে তার সমর্থকরা হামলা চালায়। তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সাইয়্যেদী হাসান সোহাগ বলেন,গুরুত্বর আহত রিপন মৃধাকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর আহতদের চিকিৎসার দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল বলেন, প্রাথমিক ভাবে জানতে পারছি আটো রিকশা স্ট্যান্ড নিয়ে দ্বন্দের জেরে দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।