প্রেসনিউজ২৪ডটকমঃ মহেশপুর (ঝিনাইদহ)সংবাদদাতাঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা ভারতীয় নাগরিক সজল রায়কে (৩৯) আটক করেছে মহেশপুর ৫৮ বিজিবির সদ্যস্যরা। রোববার রাতে সীমান্ত এলাকায় নিয়মিত টহল দেবার সময়
বাঘাডাঙ্গা বিজিবির সদস্যরা সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক কৃত সজল রায় হুগলি চব্বিশ পরগনা জেলার মগরা থানার মগরা সুকান্তপল্লী গ্রামের রুপেশ্বর রায়ের ছেলে। সোমবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক সাইফুল ইসলাম।
সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, উপজেলা নেপা ইউনিয়নের বাঘাডাঙ্গা বিজিবির দায়িত্বরত এলাকার সীমান্ত পিলার-৬০/৩৩-আর হতে আনুমানিক ০১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে কাঞ্চনপুর গ্রামের ব্রিজের উপর থেকে হাবিলদার মনিরুজ্জামান সিকদার এর নেতৃত্বে এক ভারতীয় নাগরিক সজল রায় অবৈধ ভাবে সীমান্ত পার হয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করলে তাকে আটক করা হয়। আটক কৃত সজল রায়কে মহেশপুর থানা পুলিশে সোপর্দ্দ করা হয়েছে।