না’গঞ্জে সুলভমূল্যে দুধ- ডিম-মাংস বিক্রয় কার্যক্রমের উদ্বোধন

0
সুলভমূল্যে দুধ- ডিম-মাংস বিক্রয় কার্যক্রমের উদ্বোধন

প্রেসনিউজ২৪ডটকমঃ নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্রের মাধ্যমে সুলভমূল্যে ডিম, দুধ, গরুর মাংস ও ব্রয়লার মুরগি বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। রবিবার (২৩ মার্চ) জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই  কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। নারায়ণগঞ্জ শহরের তিনটি স্থানে এ সেবা প্রদান করা হবে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, চাষাঢ়া মোড় ও ফতুল্লার তক্কার মাঠ।

এই কর্মসূচির আওতায় নির্ধারিত মূল্যে ডিম বিক্রি করা হবে ডজন প্রতি ১০০ টাকা, প্রতি কেজি দুধ বিক্রি হবে ৮০ টাকা কেজি,গরুর মাংস বিক্রি করা হবে ৬৫০ টাকা কেজি দরে এবং ড্রেসড ব্রয়লার মুরগি ২৫০ টাকা প্রতি কেজি  বিক্রি হবে। প্রান্তিক জনগণের জন্য নেওয়া এই বিশেষ উদ্যোগ ঈদের আগের দিন পর্যন্ত চলবে। এ উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষ, বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির জনগণ, সাশ্রয়ী মূল্যে পুষ্টিকর খাবার ক্রয় করতে পারবেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here