প্রেসনিউজ২৪ডটকমঃ মহেশপুর(ঝিনাইদহ)সংবাদদাতা ঃ বিরোধ মিমংসার কথা বলে বাড়ী থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয় জাফর হোসেনকে (৫৫)। নিহত জাফর হোসেন কাজীরবেড় ইউনিয়নের জীবননগর পাড়ার জবেদ আলীর ছেলে।এ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত ১০টা দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাজীরবেড় ইউনিয়নের জীবননগর পাড়ায়।
এলাকাবাসী ও কাজীরবেড় ইউনিয়নের ৫নং ইউপি সদস্য শফিকুল ইসলাম জানান, ১৫/১৬ বছর পূর্বের জীবননগর পাড়ার আব্বাস মাষ্টার ও জাফর হোসেনের পাশাপাশি জমি। সেই জমিতে আব্বাস মাষ্টারের মেহগনি বাগান ছিলো। পরে জমি মেপে এক লাইন গাছ জাফর হোসেনের জমিতে পড়লে বিচার মিংমাসা করে জাফর হোসেন গাছ কেটে বিক্রি করে দেয়।
এই বিষয়টি নিয়ে জাফর হোসেন ও আব্বাস মাষ্টারের মধ্যে বিরোধ শুরু হয়। জাফর বিএনপি কর্মি হওয়ায় সে সময় আর্থিক অনটনের কারণে ঢাকায় রিক্সা চালিয়ে বসবাস করতে থাকে। ৫ আগষ্টের পর শেখ হাসিনা পালিয়ে গেলে তার বিরোধ মিমাংসা করে দেবে বলে গ্রামের মাতুব্বররা আশ্বাস দেন।
তিনি আশ্বাস পেয়ে ৭দিন পূর্বে ঢাকা থেকে বাড়ীতে আসলে বৃহস্পতিবার রাতে জীবননগর পাড়ার হাবিবুর রহমানের ছেলে সাইদুল ইসলাম জবেদ আলীর ছেলে বিএনপি কর্মি জাফর হোসেনকে বাড়ী থেকে ডেকে বাক্কার মোড়ে চায়ের দোকানের সামনে নিয়ে এলে বিচার মজলিশের নামে আমির মাতুব্বর ও আব্বাস মাষ্টারসহ কয়েকজন মিলে জাফর হোসেনকে পেটাতে থাকে। পরে ঘটনা স্থলেই জাফর হোসেনের মৃত্যু হয়।
মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) ফয়েজ উদ্দীন মৃধা জানান, রাতে কাজীরবেড় ইউনিয়নের জীবননগর পাড়ার জাফর হোসেনকে বিরোধ মিমংসার কথা বলে বাড়ী থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।