প্রেসনিউজ২৪ডটকমঃ মহেশপুর (ঝিনাইদহ)সংবাদদাতা ঃঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার দূর্গাপুর গ্রামের মথুরানগর ব্লগে বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৪-২৫ অর্থ বছরে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সস্প্রসারণ প্রকল্পের আওতায় মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
মহেশপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাবরিনা মুজাইন নাবিলার সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা প্রশিক্ষন কর্মকর্তা কৃষি বিদ মোশারেফ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আনিসুজ্জামান,উপ-সহকারী কৃষি কর্মকর্তা রাশেদুল ইসলাম,হেলেনা খাতুন, নজরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
প্রযুক্তি সস্প্রসারণ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠানেএলঅকার প্রায় ৪০০জন কৃষক উপস্থিত ছিলেন।