ভোলায় বিদ্যূৎস্পৃষ্টে মসজিদের ইমামের মৃত্যু

0
ভোলায় বিদ্যূৎস্পৃষ্টে মসজিদের ইমামের মৃত্যু

প্রেসনিউজ২৪ডটকমঃ ভোলা প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনে মসজিদের ছাদে বিদ্যূৎস্পৃষ্ট হয়ে মাওঃ বেলাল হোসেন (২৮) নামে মসজিদের এক ইমামের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) সকাল ৮টায় উপজেলার সাচড়া ইউনিয়নের চর গাজী গ্রামে এ দূর্ঘটনা ঘটে। মাওঃ বেলাল ওই গ্রামের মো. শাহে আলম চৌকিদারের ছেলে।

তিনি হানিফ মাওলানা বাড়ি জামে মসজিদের ইমাম ও আল ইকমা নুরানি ও হাফেজিয়া মাদরাসার প্রধান শিক্ষক ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ফজরের নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে থাকা আল ইকমা নুরানি ও হাফেজিয়া মাদরাসার সদ্য নির্মাণ করা ভবনের দেওয়ালে মোটর দিয়ে পানি দিচ্ছিলেন তিনি।

এসময় মোটরের তার লিকেজ হয়ে অসাবধানতাবসত বিদ্যূৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিদ্দিকুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় দাফনের জন্য মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here