প্রেসনিউজ২৪ডটকমঃ তালতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধপূর্ণ জমি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। জমি দখলে বাধা দেওয়ায় প্রতিপক্ষের হামলায় দুই নারীসহ তিন জন আহত হয়েছে। শনিবার ভুক্তভোগি পরিবার তালতলী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ ঘটনার বিচার দাবী করেন। শুক্রবার সন্ধার দিকে উপজেলার ছোটবগী ইউনিয়নের বেথীপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
সংবাদ সম্মেলন ভুক্তভোগী পরিবার জানান, উপজেলার ছোটবগী ইউনিয়নের বেথীপাড়া এলাকার দেলোয়ার হোসেনের সাথে তারই চাচাতো ভাই হারুন গংদের সাথে জমিজমা নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। পরে ঐ জমি নিয়ে আদালতে মামলা করেন দেলোয়ার গং’রা। আদালত ঐ ভোগদখলীয় জমিতে নিষেধাজ্ঞা আরোপ করেন। (যাদের দখলে আছে তারাই ভোগদখল করবেন)। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে শুক্রবার বিকেলে প্রভাবশালী হারুনের নেতৃত্বে ২০-২৫ জন জমি দখল নেওয়ার জন্য সীমানা প্রচীরে পিলার স্থাপন করতে যায়।
এতে ভোগদখলীয় জমি রক্ষার জন্য তাদের বাধা দিলে হারুনসহ তার লোকজন দেলোয়ার (৪২) ও তার ভাই মোয়াজ্জেম (৫৮) ভাইর মেয়ে মাহফুজা(২৪) ও রাবেয়া বেগম(২২)কে দেশিও অস্ত্র রামদা, ছেনা, বগি ও দা দিয়ে কুপিয়ে গুরুত্বর আহত করেন। মারধরের এক পযার্য় দেশীও অস্ত্র নিয়ে আহতেদের বাড়িতে অবরুদ্ধ করে রাখেন। পরে ৯৯৯ এ কল দিলে পুলিশ ঘটনাস্থলে এসে আহদের উদ্ধার করে স্থানীয়দের সহযোগিতায় তালতলী হাসপাতালে নিয়ে গেলে গুরুত্বর অবস্থায় ৩ জনকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়।
এবিষয়ে অভিযুক্ত মো.হারুন বলেন, হিন্দু বাড়িতে চাঁদাবাজি করতে গেলে মারধরের ঘটনা ঘটে। জমিজমা নিয়ে কোনো ঘটনা ওখানে ঘটেনি। যে বিষয়ে সংবাদ সম্মেলন করেছে তা সম্পূর্ণ মিথ্যা। তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জালাল বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।