প্রেসনিউজ২৪ডটকমঃ জেলা সংবদদাতা:দিনাজপুরের ফুলবাড়ীতে পৌর বিএনপির পক্ষ থেকে উপজেলার সাংবাদিকদের সম্মানার্থে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছেন দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ফুলবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক জনাব সাহাজুল ইসলাম। গত বৃহস্পতিবার (৫ রমজান) বৈকাল পাঁচটায় উপজেলার বীর মুক্তিযোদ্ধা ইনস্টিটিউটে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
পৌর যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম জুয়েলের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপি নেতা সাহাজুল ইসলাম সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর -৫ (ফুলবাড়ী- পার্বতীপুর ) আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে নিজেকে ঘোষণা দিয়ে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেন ।
এ জন্য তিনি উপস্থিত সকলের দোয়া প্রার্থনা করেছেন। এসময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সহ-সভাপতি মমতাজুর রহমান, সহ-সভাপতি মিজানুর রহমান মিজান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর আলম নুরুল্ল্যাহ, পৌর যুবদলের সদস্য সচিব মানিক মন্ডল, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান, সাহেদ ইসলামসহ পৌর বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে দোয়া অনুষ্ঠিত হয়।দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক আল-আমিন বিন আমজাদ।





