প্রেসনিউজ২৪ডটকমঃ কোন মুক্তিযোদ্ধার কী অবদান তা সবাই জানে। ভুয়া মুক্তিযোদ্ধার ছেলেও জানে সে ভুয়া৷ এটা নিয়ে তর্ক করার কিছু নেই। সবাই মিলে দেশের জন্য ভাল কিছু করার চেষ্টা করি। কোথাও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কিছু দেখলে আমাদের জানাবেন। আমরা সারাদিন কল ধরি, আমার ওসিদের ফোন দিবেন। আমরা তাৎক্ষণিক ব্যাবস্থা নেব।
বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে ২৬ শে মার্চ স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি সভায় অংশ নিয়ে, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার এসব কথা বলেন। তিনি বলেন, ইতিহাসে কেউ কাউকে ইচ্ছে করে বড় করতে পারে না আবার কেউ কাউকে ছোট করতে পারে না।
সেটা হলে দেখুন যাদের বড় করা হয়েছিল তারা ধূলিসাৎ হয়ে গেছে। আবার যাদের মুছে ফেলার চেষ্টা করেছিল তারা কী ইতিহাস থেকে মুছে গেছে।