না’গঞ্জ-৫ আসনের সম্ভাব্য সাংসদ প্রার্থী আরমানের মায়ের মৃত্যুবার্ষিকী ও কমান্ডার সিরাজ দম্পতির জন্য দোয়া

0
না’গঞ্জ-৫ আসনের সম্ভাব্য সাংসদ প্রার্থী আরমানের মায়ের মৃত্যুবার্ষিকী ও কমান্ডার  সিরাজ দম্পতির জন্য দোয়া

প্রেসনিউজ২৪ডটকমঃ শহর প্রতিনিধি: প্রিয় মায়ের প্রথম মৃত্যুবার্ষিকীতে সকলের দোয়া চেয়ে মিলাদ ও দোয়ার আয়োজন করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাতি নারায়ণগঞ্জ-৫(সদর-বন্দর)আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী খন্দকার মাহমুদুল হাসান আরমান। ১৭ ফেব্রুয়ারী বাদ জোহর তার শ্বশুর নারায়ণগঞ্জ-৪ আসনের প্রয়াত সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম সিরাজের শহরের টানবাজারস্থ বাসভবনে এসব কর্মসূচী পালিত হয়।

মাহমুদুল হাসানের প্রয়াত মাতা সুরাইয়া বেগম মঞ্জু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নি। গত বছরের এই দিনে সুরাইয়া বেগম মঞ্জু জটিল রোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি…..রাজিউন। দোয়া অনুষ্ঠানে সম্ভাব্য সাংসদ প্রার্থী খন্দকার মাহমুদুল হাসান আরমানের মাতা সুরাইয়া বেগম মঞ্জু ছাড়াও তার শ্বশুর সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম সিরাজ ও শাশুড়ী রহিমান বেগমেরও বিদেহী রুহের মাগফেরাত কামনা করা হয়।

আরমান ছাড়াও দোয়া অনুষ্ঠানে অংশ নেন কমান্ডার সিরাজুল ইসলাম সিরাজ এর সুযোগ্য কন্যা নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সহ-সভাপতি সামিয়া ইসলাম নেভিনা,তারেক জিয়া প্রজন্ম দলের উপদেষ্টা সাইফুল ইসলাম মারটিন, নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রহিমা শরিফ মায়া, তারেক জিয়া প্রজন্ম দল নারায়ণগঞ্জ জেলা সভাপতি নূর মোহাম্মদ, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সনিসহ নারায়ণগঞ্জ সদর এবং বন্দর এলাকার বিশিষ্ট গন্যমান্য ব্যাক্তিবর্গ এবং বি,এন,পি নেতা ও কর্মীগন। মিলাদ শেষে মরহুমার পরিবারের পক্ষ থেকে দুঃস্থ ও পথকলিদের মাঝে খাবার বিতরন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here