চরফ্যাশনে দৈনিক ভোলা টাইমস্ পত্রিকার ১২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

0
চরফ্যাশনে দৈনিক ভোলা টাইমস্ পত্রিকার ১২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রেসনিউজ২৪ডটকমঃ ভোলা প্রতিনিধি: চরফ্যাশনের শশীভূষনে নানা আয়োজনের মধ্য দিয়ে ভোলার পাঠক প্রিয় দৈনিক ভোলা টাইমস্ প‌ত্রিকার ১২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গতকাল ১৪ই ফেব্রুয়ারি শুক্রবার সকাল ১১টায় শশীভূষন প্রেসক্লাবে এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।

শশীভূষণ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক , দৈনিক ভোলা টাইমস্ পত্রিকার বিশেষ প্রতিনিধি মো. মিজানুর রহমান সোহেল সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শশীভূষণ থানা অফিসার ইনচার্জ জনাব তারিক হাসান রাসেল । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নামের শশীভুষণ প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান শাহীন ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রসুলপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. সালাউদ্দিন মিয়া , দৈনিক কালবেলার চরফ্যাশন উপজেলা প্রতিনিধি ও চরফ্যাশন প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক মোঃ মাইনউদ্দিন জমাদার , শশীভূষণ প্রেসক্লাবের সহ-সভাপতি আরিফুল রহমান রাসেল ।

দৈনিক ভোলা টাইমস্ এর চরফ্যাশন প্রতিনিধি এইচ এম নোমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দৈনিক মানবকন্ঠের চরফ্যাশন প্রতিনিধি সাংবাদিক শাহাবুদ্দিন হাওলাদার , এনটিভির মাল্টিমিডিয়া প্রতিনিধি ইসরাফিল নাইম , সাংবাদিক সিরাজুল ইসলাম প্রমুখ সভায় বক্তারা বলেন, দৈনিক ভোলা টাইমস্ একঝাঁক তরুণ ও প্রবীণ সাংবাদিকদের সমন্বয়ে এগিয়ে যাচ্ছে। দৈনিক ভোলা টাইমস্ সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ এবং সমাজের নানা অন্যায়, অসঙ্গতি, অনিয়ম-দুর্নীতির পাশাপাশি উন্নয়ন ও সফলতার খবর প্রকাশ করে আসছে।

সারাদেশের স্থানীয় দৈনিক স্লোগানকে সামনে রেখে পত্রিকাটি দ্রুত সময়ে পাঠকের মনে জায়গা করে নিয়েছে। তারা আরও বলেন, আজকের পত্রিকার সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ ভোলার কৃতি সন্তান। তার নেতৃত্বে পত্রিকাটি আরও এগিয়ে যাবে বলে বক্তারা প্রত্যাশা ব্যক্ত করেন। আলোচনা শেষে অতিথিরা দৈনিক ভোলা টাইমস্ পত্রিকার ১২ তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here