মতলব উত্তরের নিহত রুবেলের মৃত্যুর রহস্য উদঘাটনে সঙ্গে থাকা যুবকে পুলিশ খুঁজছে

0
নিহত রুবেলের মৃত্যুর রহস্য উদঘাটনে সঙ্গে থাকা যুবকে পুলিশ খুঁজছে

প্রেসনিউজ২৪ডটকমঃ নিজস্ব সংবাদদাতা: মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা আদুরভিটি গ্রামের হাবিব উল্ল্যা সরদার ছেলে রুবেল হাসান রাফি(২৮)। নিহত রুবেলের মৃত্যুর রহস্য উদঘাটনে তার সঙ্গে থাকা যুবকে পুলিশ খুঁজছে। এ যুবকে খুঁজে পেলে মৃত্যুর মূল রহস্য উদঘাটন সম্ভব হবে বলে ধারনা করা হচ্ছে। রোববার (২ ফেব্রুয়ারি -২০২৫) দুপুর আড়াইটায় চাঁদপুরের সদর উপজেলার বিপণীবাগের রূপসী  আবাসিক হোটেল থেকে রুবেল হাসান রাফি(২৮)সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

এদিকে সোমবার ( ৩ ফেব্রুয়ারি -২০২৫) ময়নাতদন্তের পর বাড়িতে নিয়ে আসলে  হৃদয়বিদারক  ঘটনার অবতীর্ণ  হয়। শত শত মানুষ তাকে দেখার জন্য ছুটে আসেন।বাদ মাগরিব নিহত রুবেলের জানাজা শেষে দাফন করা হয়।রুবেলের মৃত্যুর খবর পেয়ে তার বড় চাঁন মিয়া বিদেশ থেকে চলে আসেন।বড় চাঁন মিয়া জানান,আমার ভাইকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। এ হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। জানা যায়, ঘটনার দিন রুবেলের সাথে এক যুবকে দেখা যায়।

সে যুবক হোটেলের কক্ষ বুক করে। সিসি ক্যামেরার ফুটেজে  দেখা যায় যুবকটি খাবার হোটেলেও রুবেলের সাথে খাবার খায়। ঘটনার দিন যুবকটিকে আর দেখা যায়নি। রুবেলের মৃত্যুর মূল রহস্য বের করার জন্য তার সাথে থাকা যুবকে খুঁজে বের করার জন্য  পুলিশ  চেস্টা করছে। যুবকটি কে খুঁজে পেলে এ মৃত্যুর রহস্য বের হতে পারে। নিহত রুবেলের বোন শাহিনূর জানান, আমার ভাই কে হত্যা করা হয়েছে।

আমার ভাইয়ের এক বন্ধু খাবার হোটেল সিসি ক্যামেরার ফুটেজে দেখা যুবকে ভাইয়ের সঙ্গে দেখেছে। আমরা মামলা দায়ের করবো। চাঁদপুর সদর মডেল থানার ওসি (তদন্ত) মিন্টু দত্ত জানান,নিহত যুবকের সাথে যে ছিলো তাঁকে পুলিশ খুঁজছে। তাকে পাওয়া গেলে ঘটনার মুল রহস্য জানা যাবে।

মামলা সংক্রান্ত বিষয়ে জানতে চাইলে তিনি বলেন এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।পরিবারের পক্ষ থেকে মামলা করা না হলে পুলিশ বাদী হয়ে মামলা করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here