ময়মনসিংহের গৌরীপুরে ডা. মোক্তাদির ‘স্মৃতি জাদুঘর’ উদ্বোধন

0
ময়মনসিংহের গৌরীপুরে ডা. মোক্তাদির ‘স্মৃতি জাদুঘর’ উদ্বোধন

প্রেসনিউজ২৪ডটকমঃ মোহাম্মদ সাইফুল আলম, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: স্বাধীনতা পুরুষ্কারপ্রাপ্ত দেশ বরেণ্য চক্ষু চিকিৎসক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা.এ কে এম এ মুক্তাদির ‘স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করা হয়েছে। তিনি ডা. মুক্তাদির প্রতিষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের নয়াপাড়া গ্রামে শনিবার বিকালে ডা. মোক্তাদির চক্ষু হাসপাতালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ জাদুঘর উদ্বোধন করেন- স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের গাইনী বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান গাইনী ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মাহমুদা খাতুন।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অধ্যাপক ডা. এ কে এম এ মুক্তাদিরের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম সাজ্জাদুল হাসান, গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইকবাল আহমেদ নাসের, গৌরীপুর সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মাযহারুল আনোয়ার প্রমুখ। জানা যায়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার এ কে এম এ মোক্তাদিরের বর্ণাঢ্য কর্মজীবনের নানা স্মৃতি বিজড়িত অসংখ্য নিদর্শনের সমন্বয়ে এ জাদুঘর সাজানো হয়েছে।

ডাক্তারি পেশার পাশাপাশি তিনি একজন গিটার বাদক ও বাংলাদেশ বেতারে সর্বোচ্চ গ্রেডের একজন শিল্পী। আলোচনা শেষে ফিতা ও কেক কেটে জাদুঘরের উদ্বোধন করেন অতিথিরা। এসময় ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের নয়াপাড়া গ্রামে নিজের প্রতিষ্ঠিত ডা. মোক্তাদির চক্ষু হাসপাতালে গতকাল শনিবার বিকালে (১ ফেব্রুয়ার-২০২৫) অধ্যাপক ডা. এ কে এম এ মোক্তাদির “স্মৃতি জাদুঘর” উদ্বোধনের পর অতিথিদের জাদুঘর দেখাচ্ছেন ডা. মোক্তাদির। এসময় তাঁরা জাদুঘর পরিদর্শন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here