ফুলবাড়ীতে মদের দোকান বন্ধের দাবিতে বিক্ষোভ

0
ফুলবাড়ীতে মদের দোকান বন্ধের দাবিতে বিক্ষোভ

প্রেসনিউজ২৪ডটকমঃ ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের প্রাণকেন্দ্রের বাজার মসজিদের একশত মিটার ও ফুলবাড়ী সরকারী কলেজের দেড়শত মিটার দুরত্বে পাইকারি কাঁচা বাজারের মধ্যে মদের ভাটি বসানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী ও ছাত্র-জনতা।

গত (১৯ জানুয়ারী) রোববার দুপুর ১২টায় বৈষম্য ছাত্র আন্দোলনের ব্যানারে ফুলবাড়ী সরকারী কলেজের শিক্ষার্থী ও এলাকাবাসীর অংশগ্রহনে ফুলবাড়ী সরকারী কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি মদের ভাটির এলাকায় এসে পথসভায় রুপ নেয়।বিক্ষোভকারীরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি এই মদের ভাটি উচ্ছেদ করা না হয়, তাহলে ছাত্র জনতা এই মদের ভাটি উচ্ছেদের দায়িত্ব নিবে।

এসময় বৈষম্যছাত্র আন্দোলন ফুলবাড়ী ছাত্রনেতা সাগর হোসেন, সাব্বির হোসেন, জিয়াউর রহমান, গোলাম মোরসেদ, ইমরান চৌধুরী নিষাদ, নাইমুর রহমান, আমিনুল ইসলাম, ইয়াসির উপস্থিত ছিলেন। পরে আন্দোলনকারীরা ফুলবাড়ী পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরীর সাথে দেখা করলে তিনি তাদের বক্তব্য শুনেন এবং তাদের দাবির সাথে একম    ytত প্রকাশ করেন।

মদের ভাটির কার্যক্রম বন্ধের আশ্বাসের ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারের সাথে বিষয়টি নিয়ে কথা বলবেন বলে জানালে আন্দোলনকারীরা তাদের আন্দোলন সাময়িক স্থগিত করেন। পূনরায় গতকাল (২০ জানুয়ারী) সোমবার সকাল ১১টায় আন্দোলনকারীরা ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গেলে উপজেলা নির্বাহী অফিসার মীর মো: আল কামাহ তমাল, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী ও ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা

এ কে এম খন্দকার মুহিব্বুল তাদের সাথে কথা বলেন ও আইনগত উপায়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ^াস দেন। উল্লেখ্য জয়রাম নামক আওয়ামী লীগে এক প্রভাবশালী নেতা ও তার পিতা দীর্ঘ ৫০ বছরেরও বেশি সময় থেকে ফুলবাড়ী পৌরশহরে ভূমি অফিসের গেটের সামনে মদের ব্যবসা করে আসছিল।

বহুবার তা সরানো চেষ্টা করা হলেও স্থানীয় সংসদ সদস্যের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে তা সম্ভব হয়নি। ৫ আগষ্ট ছাত্র-জনতা আন্দোলনের মুখে সরকারের পতনের দিন এলাকাবাসী ও ছাত্ররা মদের দোকানটি ভেঙ্গে ফেলে ও আগুন ধরিয়ে দেয়। বর্তমানে জয়রাম ফুলবাড়ীর বিভিন্ন সুবিধাভোগী মহলের ছত্রছায়ায় তা আবার চালু করার চেষ্টা করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here