‘জ্ঞানই আমাদের শক্তি’ – তারুণ্যের ‘২৪

0
‘জ্ঞানই আমাদের শক্তি’ – তারুণ্যের ‘২৪

প্রেসনিউজ২৪ডটকমঃ গতকাল ১৪ জানুয়ারি ২০২৫ নারায়ণগঞ্জ কলেজে আজ সমাপ্তি হয় হয় “তারুণ্যের উৎসব-২০২৫” উপলক্ষে ৩দিনব্যাপি চলমান মেলার। মেলায় বিশেষ আকর্ষণ হিসেবে “তারুণ্যের ‘২৪” উপস্থিত ছিল জ্ঞানের ভাণ্ডার নিয়ে। বইয়ের প্রদর্শনী ও শিক্ষামূলক আলোচনার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানার্জনের প্রতি উৎসাহ জাগিয়ে তুলতে এ উদ্যোগ নেওয়া হয়।

মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়।মেলার শেষদিনে আজ স্টল পরিদর্শনে ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার অন্যতম প্রধান সংগঠক ছাত্রনেতা ফারহানা মানিক মুনা। ছাত্রনেতা ফারহানা মানিক মুনা বলেন, ‘স্কুল-কলেজগুলোতে যে তারুণ্যের উৎসব চলছে তা প্রশংসনীয়।

তরুণদেরকে বিভিন্ন কাজে উৎসাহী করে তুলতে এই আয়োজনগুলো নিশ্চয়ই বিশেষ ভূমিকা পালন করবে। তরুনদেরকে আরো অধিকতর সক্রিয় এবং সক্ষম করে গড়ে তুলতে সময়োপযোগী কিছু পদক্ষেপ ধারাবাহিকভাবে চলমান থাকা জরুরি। এদেশের ইতিহাসে তরুনরা সকল সময়ই গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছে। জুলাই অভ্যুত্থান তরুনদের নেতৃত্বেই সফলতা লাভ করে। কিন্তু, পরিতাপের বিষয় ঐতিহাসিকভাবে তরুণরাই রাজনৈতিক দৌড়াত্বেরও স্বীকার হয়েছে।

তরুনদেরকে সুশিক্ষিত ও সচেতন করে গড়ে তোলার মাধ্যমেই এই অপার শক্তির সঠিক উপযোগিতা সম্ভব। নতুন এই বাংলাদেশ যাত্রায় তরুনরা সুশিক্ষিত হয়ে গড়ে উঠবে, রাজনৈতিক সচেতন হয়ে গড়ে উঠবে এমন আয়োজনই আমরা প্রত্যাশা করি। নতুন চিন্তার সন্নিবেশে বিকাশের পথে এগোবে বাংলাদেশের তরূনেরা। যা বাংলাদেশকে এগিয়ে নেবে শিখরে।” তারুণ্যের ‘২৪-এর অন্যতম সংগঠক মোমিতা নূর বলেন,”আমরা আন্দোলনের স্বপ্ন ধারণ করি এবং তা বাস্তবায়নে কাজ করে চলেছি।

এই মেলার মাধ্যমে আমরা তারুণ্যের ‘২৪-এর সংগ্রামী চেতনা শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে চাই। ২৪-এর ঐতিহাসিক অভ্যুত্থান নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছিল, যা পূরণে ঐক্যের বিকল্প নেই। আমরা বিশ্বাস করি, তারুণ্যের শক্তি আমাদের ভবিষ্যতের পথচলা নির্মাণ করবে।

নারায়ণগঞ্জ কলেজকে একটি গণতান্ত্রিক ক্যাম্পাসে রূপান্তরিত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।” সংগঠনের আরেক নেতৃস্থানীয় সংগঠক আবিদ রহমান বলেন,”আমাদের কলেজ আমাদের গর্ব। তারুণ্যের ‘২৪ শিক্ষার্থীদের স্বার্থে কাজ করছে এবং তা অব্যাহত থাকবে। শিক্ষা, অধিকার ও স্বপ্নের প্রতীক হিসেবে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চাই।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here