প্রেসনিউজ২৪ডটকমঃ জাহাঙ্গীর হোসেনঃ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল সদরের আয়োজনে রাজস্ব বাজেটের আওতায় নারায়ণগঞ্জে আধুনিক পদ্ধতিতে মাংস প্রক্রিয়া ও বাজারজাতকারীদের ১ দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার (৬ জানুয়ারি) ফতুল্লার পোস্ট অফিস রোডস্থ সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল মান্নান মিয়া।
সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ইউনুস আলীর ব্যবস্থাপনায় প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারিগণ উপস্থিত ছিলেন।