ফুলবাড়ীতে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করলেন ব্যারিস্টার কামরুজ্জামান

0
ফুলবাড়ীতে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করলেন ব্যারিস্টার কামরুজ্জামান

প্রেসনিউজ২৪ডটকমঃ কবির সরকার ফুলবাড়ি দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন যুক্তরাজ্য বিএনপি’র সহ-সভাপতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত আইনজীবী ব্যারিস্টার এ.কে.এম কামরুজ্জামান।

উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুব আলম মিলনের সঞ্চালনায় শহরের শাহ কমিউনিটি সেন্টারে আজ সন্ধ্যায় ফুলবাড়ীর সকল প্রেসক্লাবের সাংবাদিকদের নিয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ফুলবাড়ী উপজেলা বিএনপির সহ-সভাপতি,উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক ভিপি নজমুল হক নাজিমের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় সাংবাদিকদের উদ্দেশ্যে ব্যারিস্টার কামরুজ্জামান বলেন,দেশ গঠনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম।

আগামীতে সুন্দর একটি রাষ্ট্র গঠনে সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে।এসময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।তিনি আরো বলেন,জিয়াউর রহমান সাংবাদিকদের স্বাধীনতা রক্ষায় অনন্য ভূমিকা রেখে গেছেন।তিনি সবসময় সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ করে দিয়েছিলেন।সেই ধারা অব্যাহত রেখেছিলেন সাবেক সফল প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া।

উক্ত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সহ-সভাপতি মজিদ মন্ডল,বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ,উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সাঈদ,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক গোলাম জাকিউর রহমান চঞ্চল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিয়াবুল হাসান ও ছাত্রদল নেতা মোক্তারুল ইসলাম মেমরি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here