না’গঞ্জে আপগ্রেডেশনের দাবিতে স্বাস্থ্য সহকারীদের স্মারকলিপি প্রদান

0
না’গঞ্জে আপগ্রেডেশনের দাবিতে স্বাস্থ্য সহকারীদের স্মারকলিপি প্রদান

প্রেসনিউজ২৪ডটকমঃ জাহাঙ্গীর হোসেনঃ বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির কর্মসূচির আওতায় নারায়ণগঞ্জে স্বারকলিপি প্রদান করে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট নারায়ণগঞ্জ কমিটির নেতৃবৃন্দ।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীগনের নিয়োগের যোগ্যতা স্নাতক পাশ করে বেতন স্কেল ১৩তম গ্রেড প্রদান ও ইনসার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণসহ টেকনিক্যাল পদমর্যাদা প্রদান এবং পদোন্নতির ক্ষেত্রে  ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর বেতন গ্রেড প্রদানের দাবিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহা পরিচালকের নিকট স্মারকলিপি প্রদান করে সংগঠনটি।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর)  দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ে জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমানের নিকট স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন জেলা কমিটির সভাপতি ওয়াসিউদ্দিন রানা, সহ-সভাপতি মুহাম্মদ আল মামুন, সাধারণ সম্পাদক মো. আবু নাসের, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম ও আবুল হাসান জনি, সহ-সাংগঠনিক সম্পাদক উম্মে রুম্মান রিক্তা ও মহিলা সম্পাদিকা সিবানী মোদকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here