না’গঞ্জের নতুন ডিসি হলেন তৌফিকুর রহমান

0
না’গঞ্জের নতুন ডিসি হলেন তৌফিকুর রহমান

প্রেসনিউজ২৪ডটকম:নিজস্ব সংবাদদাতা: নারায়ণগঞ্জে জেলা প্রশাসক (ডিসি) হিসেবে মো. তৌফিকুর রহমান কে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। জানা গেছে, মো. তৌফিকুর রহমান বর্তমানে অর্থ-বিভাগের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

গত ৩০ অক্টোবর তাকে কুষ্টিয়ার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। এর আগে তিনি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। তৌফিকুর রহমান নড়াইলের বাসিন্দা এবং বিসিএস প্রশাসন ক্যাডারের ২৭তম ব্যাচের কর্মকর্তা।এদিকে এই প্রজ্ঞাপনের ফলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক বদলী হবেন।

তিনি গত বছরের ১০ জুলাই নারায়ণগঞ্জের ডিসি হিসেবে নিয়োগ পান এবং ২৭ জুলাই দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের উপ প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here