প্রেসনিউজ২৪ডটকমঃ কবির সরকার উপজেলা প্রতিনিধি ফুলবাড়ী দিনাজপুর : দিনাজপুরের ফুলবাড়ীতে বাড়ী থেকে ড্রেনের পানি নিষ্কাশনে পাইপ বসানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের চারজন আহত হয়েছে।
গত বুধবার উপজেলার বেতদীঘি ইউনিয়নের মহেষপুর গ্রামে এই ঘটনাটি ঘটে আহতরা হলেন উক্ত গ্রামের বাসিন্দা মোঃ হায়দার আলী, তার স্ত্রী কোহিনুর বেগম, ছেলে আখতারুজ্জামান ও বড় ছেলের স্ত্রী জান্নাতুল ফেরদৌস স্বর্ণা।
এরমধ্যে হায়দার আলী ও তার ছেলে আখতারুজ্জামান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে ছাড়পত্র পেলেও কোহিনূর বেগম ও তার পুত্রবধূ জান্নাতুন ফেরদৌসীর অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকের পরামর্শে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
এ ঘটনায় একই গ্রামের বাসিন্দা মাসুদ রানা ,আলাউদ্দিন মন্ডল ,শাহাদত হোসেন, শাহিন আলম ,নুরনাহার বেগম, মমতাজ উদ্দিন ও ফারজানা বেগম সহ সাত জনের নাম উল্লেখ করে ফুলবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন হায়দার আলীর ছেলে আখতারুজ্জামান। থানার অভিযোগ ও পারিবারিক সুত্রে জানা যায় , বাড়ির পানি নিষ্কাশনে ড্রেনের পাইপ বসানো ছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে পূর্ব থেকেই বিবাদিদের সঙ্গে বাদীর দ্বন্দ্ব লেগেই থাকতো।
এরই জেরে ঘটনার দিন দুপুর আনুমানিক দেড়টায় হায়দার আলীর বাড়ির সামনে উভয়ের মধ্যে তর্ক-বিতর্কের এক পর্যায়ে বিবাদীরা লাঠি সোটা ধারালো অস্ত্র নিয়ে হায়দার আলী ও তার পরিবারের উপর হামলা চালায় ও এলোপাতারি মারতে থাকে ।এ সময় তাদের আত্মচিৎকারে এলাকাবাসী ছুটে আসে, এবং সেখান থেকে উদ্ধার করে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়।
এ সময় হায়দার আলীর স্ত্রী কহিনুর বেগমের মাথায় ১২ টি সেলাই ও তার পুত্রবধূ জান্নাতুল ফেরদৌসীর হাতে পাঁচটি সেলাই পড়ে বলে হাসপাতাল সূত্রে জানা যায়। হায়দার আলী তার পরিবারের নিরাপত্তা ও এর সুষ্ঠু বিচার দাবি করেন।