প্রেসনিউজ২৪ডটকমঃ তালতলী (বরগুনা) প্রতিনিধি॥ বরগুনার তালতলী উপজেলার কবিরাজপাড়া বাজারে এক ভয়াবহ অগ্নিকান্ডে রাইদা ভ্যারাইটিজ ষ্টোর নামের এক দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) ভোর রাত ৪ টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার কবিরাজপাড়া বাজারের মধ্যবর্তী স্থানে ওয়ালকরা টিনসেট ঘরে মুদি, মনোহরী ও হার্ডওয়ারীসহ ভ্যারাইটিজ ধরনের ব্যবসা করতেন রাইদা ভ্যারাইটিজ ষ্টোরের মালিক মোঃ সজল হাওলাদার। সজল প্রতি দিনেরমত মালামাল গুছিয়ে রাত ১২ টার দিকে বাড়ী চলে যান। ভোররাতে আগুনের খবর পেয়ে দেখে এসে তার ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে।
আগুনের তাপে ঘরের ওয়ালও ফেটে গেছে। ফায়ার সার্ভিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনায় বাজারের অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান আগুনের কবল থেকে রক্ষা পেয়েছে। এতে সজলের প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সুত্রপাত বলে ধারনা করা হচ্ছে।