প্রেসনিউজ২৪ডটকমঃ মতলব প্রতিনিধি: ১৪ই ডিসেম্বর শনিবার বিকেলে চাঁদপুর জেলা মতলব উত্তর উপজেলা প্রশাসন এর উদ্যোগে শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৪ উপলক্ষে মতলব উত্তর উপজেলা শিল্পকলা একাডেমিতে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও প্রশিক্ষণ কর্মশালা শেষে পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়। চিত্রাংকন প্রতিযোগিতার বিষয় ছিল “ক” বিভাগ শিশু শ্রেণি থেকে দ্বিতীয় শ্রেণি বিষয় ইচ্ছে মত ছবি অংকন। “খ ” বিভাগ তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি শহীদ বুদ্ধিজীবী দিবসের ছবি অংকন।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মতলব উত্তর উপজেলার ২০ টি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণীর ৫০ জন শিশু শিক্ষার্থী। উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার একি মিত্র চাকমা এর সভাপতিত্বে চিত্রাঙ্কন ও কর্মশালা শেষে পুরস্কার প্রদান পূর্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন মতলব উত্তর থানার ওসি মোঃ রবিউল হক, মতলব উত্তর উপজেলা শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের প্রশিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সজল মজুমদার, মতলব উত্তর প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ খান, গজরা ইউনিয়ন চেয়ারম্যান মোঃ শহীদুল্লাহ মাস্টার প্রমূখ।
উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি হিল্লোল চাকমা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম, মতলব কেএফটি কলেজিয়েট স্কুল এন্ড কলেজ এর প্রভাষক মোঃ রিয়াজুল ইসলাম রিয়াজ, ছাত্র প্রতিনিধি একেএম নাজমুল হাসান, ওটারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশিকুজ্জামান, দক্ষিণ ব্যসদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খায়ের উদ্দিন, উত্তর ব্যসদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুহুল কুদ্দুস সহ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও শিক্ষার্থীদের অভিভাবক বৃন্দ।
প্রতিযোগিতায় “ক” বিভাগ থেকে ১ম স্থান অর্জন করেন ৩নং নবাব নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির শিক্ষার্থী সাবিহা আক্তার, ২য় স্থান অর্জন করেন ১নং ছেংগারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির শিক্ষার্থী আয়ান সরকার , ৩য় স্থান অর্জন করেন ৬নং বড় মরাধোন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির শিক্ষার্থী তাসমিয়া জাহান রুহানা, “খ” বিভাগ থেকে ১ম স্থান অর্জন করেন ১০ নং ওটারচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী ইকরাম হোসেন, ২য় স্থান ও ৩য় স্থান অর্জন করেন ৫৩ গজরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী মিলি আক্তার ও ৪র্থ শ্রেণির শিক্ষার্থী মিনহাজ।