প্রেসনিউজ২৪ডটকমঃ তালতলী (বরগুনা) প্রতিনিধি॥ বরগুনার তালতলীতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র পন্য
পাচারকালে আটক করা হয়েছে। শনিবার রাত ৯টার দিকে উপজেলা সদরের বড়বগী ইউনিয়ন পরিষদ থেকে এ পন্য আটক করেন স্থানীয়রা। জানা গেছে, উপজেলার বড়বগী ইউনিয়ন পরিষদে টিসিবি’র পন্য রেখে ওই ইউনিয়নের কার্ডধারীদের মধ্যে বিতরণ করছিল শনিবার দিনে।
কিন্তু রহস্যজনক কারণে ওই দিন রাতে একটি অটোবাইকে পরিষদ থেকে টিসিবি’র ডাল পাচার করছিল। এমন সময় স্থানীয়রা টের পেয়ে অটোবাইকে থাকা ৪ বস্তা ডাল (২০০কেজি) আটক করেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে এসে আটককৃত ৪ বস্তা ডাল ইউনিয়নের ট্যাগ অফিসার উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার কাছে জিম্মায় রেখে কার্ডধারীদেরকে বিতরণের জন্য নির্দেশ দেন।
এ বিষয় বড়বগী ইউপি চেয়ারম্যান আলমগীর মিয়া আলম মুন্সীর কাছে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি কোন বক্তব্য না দিয়ে ইউএনও এবং ট্যাগ অফিসারের কাছে জিগান (জিঞ্জাসা করেন) ধন্যবাদ ধন্যবাদ বলে ফোন কেটে দেন। ওই ইউনিয়নের ট্যাগ অফিসার উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ নজির আহমেদ বলেন, ইউনিয়ন পরিষদের গুদাম থেকে পাচার কালে স্থানীয়দের হাতে আটককৃত ৪ বস্তা ডাল উপজেলা নির্বাহী অফিসার জিম্মায় রেখে কার্ডধারীদেরকে বিতরনের নির্দেশ দেন।
উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা বলেন, জনতার হাতে আটককৃত ৪ বস্তা ডাল উদ্ধার করে ট্যাগ অফিসারকে বিতরণ ও তদন্ত করে রিপোর্ট দেয়ার জন্য নির্দেশ দিয়েছি। তদন্ত রিপোর্ট পেয়ে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।