সোনারগাঁয়ে নিখোঁজের ৫ দিন পর যুবলীগ নেতার লাশ উদ্ধার

0
সোনারগাঁয়ে নিখোঁজের ৫ দিন পর যুবলীগ নেতার লাশ উদ্ধার

প্রেসনিউজ২৪ডটকমঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিখোঁজের ৫ দিন মোবারক হোসেন (৪৫) নামের এক যুবলীগ নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার সাদিপুর ইউনিয়নের পঞ্চমীঘাট এলাকার ব্রহ্মপুত্র নদ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মোবারক হোসেন উপজেলার সাদিপুর ইউনিয়নের নানাখী গোলনগর এলাকার আওয়ামী লীগ নেতা আ. আউয়াল মিয়ার ছেলে ও সাদিপুর ইউনিয়ন যুবলীগের সদস্য।

তিনি পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন। নিহতের ভাই সাদিপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহসভাপতি ওবায়দুল্লাহ বাদল বলেন, গত ৫ দিন আগে আমার বড় ভাই মোবারক হোসেন রাতে কাজের জন্য বাড়ি থেকে বের হয়ে আর বাসায় ফেরেনি। পরে এ ঘটনায় স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

বুধবার বিকেলে নদীতে ভাসমান অবস্থায় তার লাশ পাওয়া যায়। লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বৈদ্দেরবাজার নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহাবুব আলম বলেন, বিকেলে নদীতে ভাসমান অবস্থায় লাশ দেখতে পেয়ে এলাকাবাসী খবর দেয়। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here