না”গঞ্জে ঐক্য মাদকাসক্ত চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের উদ্বোধন

0
না”গঞ্জে ঐক্য মাদকাসক্ত চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের উদ্বোধন

প্রেসনিউজ২৪ডটকমঃ নিজস্ব প্রতিবেদক: সুস্থ সুন্দর শান্তি ও মর্যাদাপূর্ণ সমাজ বিনির্মানের লক্ষ্য নিয়ে মাদকমুক্ত পরিবার ও সমাজ গঠন এবং মাদকাসক্ত ব্যক্তিদের কর্মসংস্থান ও পুনর্বাসনের লক্ষ্যে নারায়ণগঞ্জে ঐক্য মাদকাসক্ত চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। জেলার স্টেডিয়াম এলাকায় রবিবার দুপুরে ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার এই মাদক নিরাময় কেন্দ্রের উদ্বোধন করেন।

ঐক্য মাদকাসক্ত চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের মহাব্যবস্থাপক কবির হোসেনের সভাপতিত্বে ও প্রোগ্ৰাম অফিসার তানভির আরেফিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নিবার্হী পরিচালক মোঃ আওলাদ হোসেন, পরিচালক মোঃ গোলাম কিবরিয়া, জনি, তানভীর, হিউম্যান এইড ইন্টারন্যাশনাল এর নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, দৈনিক বাংলাদেশের আলো’র সিনিয়র স্টাফ রিপোর্টার মনিরুল ইসলাম মনির, চ্যানেল এস এর প্রতিনিধি এস এইচ মুন্না খানসহ অনেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here