প্রেসনিউজ২৪ডটকমঃ মোহাম্মদ সাইফুল আলম, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুর থেকে টিকটকার আল আমিন সমর্থক গোষ্ঠীর উদ্যোগে শনিবার (২৩ নভেম্বর) জনপ্রিয় টিটকার আল-আমিন এর ২৩ লাখ ফলোয়ারের ফেইসবুক আইডি হ্যাকের প্রতিবাদে ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।
বর্তমান তথ্য প্রযুক্তির যুগে ফেইসবুক ও পেইজ সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জনপ্রিয় এবং সমাদৃত। এ থেকে অনেকেই ফেইসবুককে জীবন জীবীকার উৎস হিসেবে বেঁচে নিয়েছে। তেমনি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ৬ নং বোকাইনগর ইউনিয়নের দাড়িয়াপুর গ্রামের Md Alamin নামের এক যুবক হাটিহাটি পা পা করে ৭/৮ বৎসর পূর্বে ফেইসবুকের যাত্রা শুরু করেছিল। আজ সে টিকটক ফানি ভিডিও করে শত সহস্র ডলার উপার্জন করতে সক্ষম হয়েছে। পাশাপাশি সারা দেশের ৩০/৩৫ পরিবারের জীবন জীবীকার ব্যবস্থা হচ্ছে Md. Alamin এর সার্বিক সহযোগিতায়। কিন্তু নিয়তির খেলা বুঝা বড় দায়।
সম্প্রতি নির্মাণ শ্রমিক Md. Alamin নামের এই ফেইসবুক আইডিটি হ্যাক হয়েছে। এতে আলামিন সহ তার সাথে জড়িত পরিবারগুলো আজ দিশেহারা। কেননা গ্রামের এই প্রতিভাবান যুবক Md. Alamin এর সাথে কাজ করে যারা রুটি রোজগার করতো তারা আইডি ফিরিয়ে দিতে ও হ্যাকারদের চিহ্নিত করে দ্রুততম সময়ে আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট প্রশাসনের সুদৃষ্টি কামনা করছে।
ময়মনসিংহের বিশিষ্ট লেখক সাংবাদিক মোহাম্মদ সাইফুল আলম বলেন, আলমিন গাম দিয়ে গোসল করা মানুষ, সে চায় ফেইসবুক থেকে ইনকাম যেন তার জীবনে বিন্দু পরিমাণ অহংকার জন্ম না দেয়। যতদূর জানি সে ফেইসবুক থেকে উপার্জিত ডলারের সিংহভাগই বের করছে অসহায়, দরিদ্র মানুষের মাঝে। তার ফেইসবুক আইডিটি ফিরিয়ে আনতে আইন শৃঙ্খলা বাহিনী তথা সংশ্লিষ্ট সকলের আসু হস্তক্ষেপ কামনা করে হ্যাকারদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন ।
উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে টিকটকার আল আমিন সমর্থক গোষ্ঠী ছাড়াও সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করে। এসময় আরও ছিলেন স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক প্রমুখ।