প্রেসনিউজ২৪ডটকমঃ মুঃ আঃ মোতালিব তালতলী (বরগুনা) প্রতিনিধি॥ বরগুনার তালতলীর নিশানবাড়ীয়ার শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে আজ শুক্রবার দিনব্যাপী চলবে রাস মেলা। রাস পূর্ণিমা উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ তালতলী শাখার আয়োজনে এ রাস মেলা অনুষ্ঠিত হবে।
বঙ্গোপসাগরের কোল ঘেষে ওঠা উপজেলার নিশানবাড়ীয়ার শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতের প্রায় ২ কিলোমিটার চর জুড়ে রয়েছে ঝাউবাগান। সফর সঙ্গী নিয়ে ঘুরতে ঘুরতে মন হারিয়ে যায় যে বাগানে। আর ওই চর থেকে দেখা যায় সূর্যাস্তের নয়না@িাম দৃশ্য। এ সৈকতে রাস পূর্ণিমায় গঙ্গা স্নান ও রাস মেলার আয়োজন করা হয়েছে।
এ দিন সূর্যোদয়ের সাথে সাথে শত শত পূন্যার্থীরা স্নান উৎসবে অংশ গ্রহন করবেন। গঙ্গা স্নান ও রাস মেলা অনুষ্ঠানে অংশ গ্রহন না করলে আপনার জীবনের একটি অধ্যায় বাকী রয়ে যাবে। আয়োজন কমিটির সাধারণ সম্পাদক বাবু রতন কুমার বলেন,শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে রাস পূর্ণিমায় গঙ্গা স্নান ও রাস মেলার আয়োজন করা হয়েছে। এখানে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান চলবে।