প্রেসনিউজ২৪ডটকমঃ তালতলী (বরগুনা) প্রতিনিধি॥ বরগুনার তালতলীতে শিক্ষা সপ্তাহের অনুষ্ঠানে শিক্ষকদেরকে শেখ হাসিনার স্লোগান যুক্ত ক্রেস্ট দেওয়ায় ২৬ অক্টোবর-২৪ দৈনিক যুগান্তরের ১২ পৃষ্ঠায় সংবাদ প্রকাশ হওয়ায় সেই সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বান্দরবানে বদলি করা হয়েছে।
২৭ অক্টোবর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (সাঃ প্রশাঃ) মোঃ খালিদ হোসেন এ বদলীর আদেশ দেন। জানা গেছে, বরগুনার তালতলী উপজেলায় বিভিন্নতার কারণে গত মার্চ মাসের জাতীয় শিক্ষা সপ্তাহে অনুষ্ঠান করে শিক্ষকদেরকে ক্রেস্ট দিতে পারেনি প্রশাসন। তারই অংশ হিসেবে গত ২৪ অক্টোবর বৃহস্পতিবার প্রশাসনের আয়োজনে উপজেলা ভিত্তিক শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষকদেরকে ক্রেস্ট উপহার দেয়া হয়েছে।
উপহার দেওয়া ওই ক্রেস্টে “শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” স্লোগান থাকায় উহা সোশ্যাল মিডিয়া ফেসবুকে উপজেলা মাধ্যমিক শিক্ষা প্রশাসনকে নিয়ে তুমুল ঝড় ওঠে। এ নিয়ে ২৬ অক্টোবর-২৪ দৈনিক যুগান্তরে সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নজরে পরলে সহকারি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লিটু চট্টোপাধ্যায় কে বান্দরবান জেলার থানচি উপজেলায় বদলি’র আদেশ দেন।