প্রেসনিউজ২৪ডটকমঃ তালতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে ফসলী জমি চাষ করার মেশিন হামজা ট্রাক্টার নিয়ন্ত্রন হারিয়ে খালে পরলে ঘটনাস্থলে হেলপার মেহেদী হাসান মারা গেছেন। ড্রাইভার বায়েজিদ বরিশাল শেবাচিম হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
মেহেদী উপজেলার ছোটবগী ইউনিয়নের জাকিরতবক এলাকার জামাল সিকদারের একমাত্র ছেলে। মঙ্গলবার দুপুরে উপজেলার পাশর্^বর্তী বলেরতবক এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, উপজেলার জাকিরতবক এলাকার কামাল সিকদারের পুত্র বায়েজিদ (২১) ধানের চারা রোপনের জন্য জমি চাষ করার হামজা ট্রাক্টার চালায়।
প্রতিদিনের মত জমি চাষ করার জন্য ট্রাক্টার নিয়ে জমি চাষ করার জন্য যাচ্ছিল। এ সময় ট্রাক্টারটি নিয়ন্ত্রন হারিয়ে খালে পরে যায়। হামজা ট্রাক্টারে থাকা ড্রাইভার ও হেলপার উভয়ই ট্রাকটরের নীচে চাপা পরেন। ঘটনাটি দেখে তাৎক্ষনিক ভাবে স্থানীয়রা এসে হেলপার মেহেদী হাসান (২২) কে মৃত্যু অবস্থায় ও বায়েজিদকে জীকিত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।