না’গঞ্জ দ্বিগুবাবুর বাজার মনিটরিংয়ে সাড়া পেলো শিক্ষার্থীরা!

0
না’গঞ্জ দ্বিগুবাবুর বাজার মনিটরিংয়ে  সাড়া পেলো শিক্ষার্থীরা!

প্রেসনিউজ২৪ডটকমঃ স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের বৃহত্তম কাঁচাবাজার মনিটরিং করেছে বৈষম্যবিরোধী আন্দোলনের সক্রিয় শিক্ষার্থীরা। ১২ আগষ্ট সকাল থেকেই তারা বাজারের বিভিন্ন কাজা মালের মূল্য তালিকা এবং সরকারি তালিকার পার্থক্য বিবেচনা করে ব্যবসা পরিচালনার জন্য ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানান।

ছাত্ররা জানান,জানিনা বাজারের ব্যবসায়ীরা আমাদের বিষয়টি জেনেই করেছে কি না। তা না হলে সরকারি রেটের চাইতেও কম মূল্যে তারা কাঁচামাল বিক্রি করছে। মনিটরিং করতে গিয়ে একরকম ভালই লেগেছে নিত্যপণ্যের মূল্য দেখে। ব্রয়লার মুরগী তারা ১শ’ ৫৫ টাকা থেকে ১শ’৬০ টাকা বিক্রি করছেন। বিষয়টি আমাদের কাছে একরকম অবাকই মনে হলো।

আমাদের কারণে না হয়ে যদি দোকানীরা সত্যিকার অর্থেই পণ্যের দাম ওইভাবে রেখে থাকে তাহলে দোকানীদেরকে সাধুবাদ জানাই। আগামীকাল আমরা নিতাইগঞ্জের বাজারে গিয়ে মনিটরিং করবো। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে উদ্ধুদ্ধ মনিটরিং টিমের মধ্যে ছিলেন সরকারি তোলারাম কলেজে অধ্যয়নত শিক্ষার্থী যথাক্রমে: আলিফ, অর্নব, মাহমুদ, সাফায়াত, দূর্জয়, আবির, ফাহিম, সুহৃদ,তাহমিদ ও আফফান করিম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here