প্রেসনিউজ২৪ডটকমঃ জেলা সংবাদদাতা: দিনাজপুরের ফুলবাড়িতে থানা ব্যবসায়ী সমিতির দ্বিবাসিক নির্বাচন আগামী ২০শে জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে। দীর্ঘ ১১ বছর পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে বিপুল উৎসবের আমেজ বিরাজ করছে। এদিকে নির্বাচনকে কেন্দ্র করে শহরের রাস্তাঘাট গুলো নির্বাচনী পোস্টার ব্যানারে ছেয়ে গেছে ।
শহরের হোটেল চা স্টলগুলোতে চলছে সাধারণ ভোটারদের চুলচেরা বিশ্লেষণ।সভাপতি সম্পাদকসহ ১২ টি পদে মোট ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে এবার নির্বাচনে। দিন যত ঘনিয়ে আসছে প্রার্থীদের ব্যস্ততা যেন ততোই বাড়ছে। প্রতিক বরাদ্দ পেয়েই ভোটারদের দ্বারে দ্বারে দিন রাত চসে বেড়াচ্ছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।
ভোট পাওয়ার আশায় প্রার্থীরা বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে ভোটারদের মাঝে। তবে ভোটাররা বলছে ভোট তাকেই দিব যার মাধ্যমে আগামী দু বছরে ব্যবসায়ী সমিতির উন্নয়নের কাজ এগিয়ে যাবে।। নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এমন প্রত্যাশায় করছে সাধারণ ভোটাররা। পছন্দের প্রার্থীকে ভোট দিতে এবার ১০২৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।