প্রেসনিউজ২৪ডটকমঃ মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সিগঞ্জ জেলার দিঘীরপাড় বাজার সংলগ্ন শিলই পূর্বরাখি এলাকায় রজতরেখা নদীর গতিপথে প্রতিবন্ধকতা অপসারনে স্বেচ্ছাশ্রমে নদী খনন অভিযান উদ্বোধন করেন জেলা প্রশাসক জনাব মোঃ আবু জাফর রিপন (বিপিএএ)।
এই সময় অন্যান্যদের উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান জনাব আনিছুজ্জামান আনিস, টঙ্গীবাড়ি উপজেলা চেয়ারম্যান, শিলই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ এলাকার স্থানীয় ব্যক্তিবর্গ। মুন্সিগঞ্জ জেলা স্কাউটস, রোভার, রেড ক্রিসেন্ট, বিডি ক্লিন প্রমুখ মুন্সিগঞ্জ জেলার স্বেচ্ছাসেবক কর্মীরা উপস্থিত থেকে খনন অভিযান পরিচালনার কাজে সহযোগিতা করেন।
এ সময় উপস্থিত ব্যক্তিবর্গদের মাঝে জেলা প্রশাসক মহোদয় বলেন, বাংলাদেশ নদীমাতৃক দেশ ।এই রজত রেখা ও কাজল রেখা নদী দুটিকে বাঁচাতে হবে। নদী দুটি পুনরুদ্ধারে কেউ বাধা দিতে আসলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি এ এলাকার সকল মানুষকে নদী পুনরুদ্ধারে এগিয়ে আসতে আহ্বান জানান। তাহলে আমাদের দেশের উন্নয়ন হবে। বর্তমান সরকার যেভাবে উন্নয়নের কাজ করে যাচ্ছে, নদী পুনরুদ্ধারের কাজেও আমাদেরকে এগিয়ে আসতে হবে।