প্রেসনিউজ২৪ডটকমঃ ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বৃষ্টির ফলে নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কসহ প্রধান সড়কগুলোতেও জলাবদ্ধতা দেখা গেছে। সোমবার (২৮ এপ্রিল) ও শহরের চাষাঢ়া এলাকা ঘুরে এ দৃশ্য দেখা গেছে।
রাতে ঘূর্ণিঝড়ের প্রভাবে খুব বেশি বৃষ্টি না হলেও ভোর হতে হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয় নারায়ণগঞ্জে।বেলা বাড়ার সাথে সাথে বাতাসের গতিবেগ ও বৃষ্টির তীব্রতাও বৃদ্ধি পায়। এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টির পানি জমে চাষাঢ়ার বঙ্গবন্ধু সড়কের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা গেছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, দুপুর নাগাদ অতিক্রম করবে ঘূর্ণিঝড়টি। এসময় বাতাসের গতিবেগ ও বৃষ্টির তীব্রতা উভয়ই বাড়তে পারে। এতে জলাবদ্ধতা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।