প্রেসনিউজ২৪ডটকমঃ কামরুজ্জামান হারুন মতলব উত্তরের ষাটনল ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সটাকি গ্রামের যুবকদের উদ্যোগে “মানব সেবা সংগঠন”(আলোর সন্ধানে আমাদের ফান্ড) পক্ষ থেকে সটাকি,ষাটনল,সুগন্ধি, সহ কয়টি গ্রামের অর্ধ শতাধিক অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী করা হয়েছে ।প্রতিটি প্যাকেটে,ছোলা বুট ২ কেজি, বেসন১ কেজি ,মশুরি ডাল ১ কেজি,মুড়ি ১ কেজি,খেজুর ১ কেজি,তেল ২কেজি,চিনি ১কেজি সেমাই ২ পেকেট।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও সদস্য মোঃ সাদ্দাম মিজি, মোঃ সাদ্দাম প্রধান, মোঃ নূর আলম, মোঃ শান্ত হাসান, মোঃ খোরশেদ আলম,মোঃ সারোয়ার প্রধান,মোঃ সুমন খলিফা, মোঃ মজিবুর রহমান,মোঃ টুকু সরকার,মোঃ ফয়জুল্লাহ প্রমুখ। মানব সেবা সংগঠন’র প্রতিষ্ঠাতা মোঃ সুলতান উদ্দিন উজ্জ্বল জানান ,১৫ মার্চ বৃহস্পতিবার রাতে প্রত্যেকের ঘরে ঘরে ইফতার সামগ্রী পৌছে দেয়া হয়েছে।তিনি জানান,এই মহৎ কাজে, দেশ ও প্রবাস হতে সংগঠনের সদস্য উপদেষ্টা সহ অনেকেই আর্থিকভাবে সহযোগিতা করেছে।
সংগঠনের প্রতিষ্ঠাতা সুলতান উদ্দিন উজ্জ্বল গত দু’বছরনিজ অর্থায়নে সামর্থ অনুয়ায়ী সংগঠন পরিচালনা করছেন। ২০২৩ সেপ্টেম্বর মাসে সটাকি গ্রামের যুবক এবং সমবয়সীদের নিয়ে মানুষকে সেবা দেওয়ার জন্য ফান্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয। প্রাথমিকভাবে সটাকি গ্রামের যুবকদের নিয়ে সংগঠন পরিচালিত হবে। তবে বিভিন্ন গ্ৰাম থেকে অতিথি সদস্য রাখা হবে।অসহায় মানুষের জন্য প্রতি সদস্য ১০০টাকা করে মাসে জমা করবে।সে অর্থ থেকে প্রতি রমজান মাসে অসহায় মানুষকে ইফতার সামগ্রী দেয়া হবে।
এছাড়াও নিন্ম আয়ের মানুষের বিভিন্ন সমস্যায় এগিয়ে যাবে।”মানব সেবা সংগঠন” ভালো কাজে এগিয়ে যেতে পারে সে জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।