প্রেসনিউজ২৪ডটকমঃ কামরুজ্জামান হারুন: ‘দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট বাংলাদেশ গড়বো”।এ প্রতিপাদ্য বিষয়ে মতলব উত্তর উপজেলা প্রশাসনের উদ্যোগে ১০ মার্চ সকালে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
র্যালীতে নেতৃত্ব দেন,সহকারী কমিশনার (ভূমি) আল এমরান খান, মতলব উত্তর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আওরঙজেব, একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম প্রমুখ।উপজেলা কনফারেন্স রুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আওরঙজেব।
পরে মতলব উত্তর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা ওটারচর উচ্চ বিদ্যালয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি মহড়ায় অংশ নেন। এতে দুর্যোগ মোকাবেলায় কি ধরনের প্রস্তুতি নিতে হয় তা ছাত্র,ছাত্রী ও শিক্ষকদের শেখানো হয়েছে।