মতলব উত্তরে মোহনপুর পর্যটন কেন্দ্রটি বন্ধের দাবিতে এলাকাবাসীর ঝাড়ু মিছিল

0
মোহনপুর পর্যটন কেন্দ্রটি বন্ধের দাবিতে এলাকাবাসীর

প্রেসনিউজ২৪ডটকমঃ নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুরের কাজী মিজান কর্তৃক মোহনপুর পর্যটনের নামে অসামাজিক,অনৈতিক ওঅবৈধ কার্যকলাপের কারণে পর্যটন কেন্দ্র বন্ধের দাবিতে স্থানীয় জনসাধারণ ঝাড়ু মিছিল ও বিক্ষোভ করেছেন।

রোববার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার মোহনপুরে ওই পর্যটন কেন্দ্রের পূর্বপাশে বেড়িবাঁধের ওপর থেকে ঝাড়ু মিছিলটি শুরু হয়।মিছিলটি মোহনপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মোহনপুর লঞ্চঘাট হয়ে পুনরায় ওই পর্যটন কেন্দ্রের সামনে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, মোহনপুর পর্যটন কেন্দ্রে দীর্ঘদিন ধরে অনৈতিক, অসামাজিক কার্যকলাপ চলে আসছে। এটি এখন মাদকের আখড়ায় পরিণত হয়েছে। এছাড়া এখানে প্রতিবছর পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় গোসল করতে এসে অনেক পর্যটক মারা যান।এই পর্যটন কেন্দ্রের কারণে বিপথে যাচ্ছে শিক্ষার্থীরা।

বক্তারা অবিলম্বে পর্যটন কেন্দ্রটি বন্ধের দাবি জানান।বিক্ষুব্ধ জনতার কয়েকজন বলেন, মোহনপুরের কাজী মিজান একজন খুনি। সে মোহনপুর ইউনিয়ন যুবলীগ নেতা বাবুর হত্যাকারী।আমরা এ হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। স্থানীয় বিক্ষুব্ধ কয়েকজন যুবক ও নারী জানান, মোহনপুরের শত শত নারী-পুরুষ একসময় এই নদীতে গোসল করতো। তারা এখন সে সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।

পর্যটন কেন্দ্রের নামে অনৈতিক কার্যকলাপের আখড়া তৈরি করে সীমানা প্রাচীর দিয়ে সেটা ঘিরে রাখা হয়েছে। স্থানীয়রা আরো জানান, মোহনপুরে দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয় এবং আলী আহমদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয় রয়েছে। এর পাশেই রয়েছে একটি মসজিদ।এই পর্যটন কেন্দ্রের কারণে মুসল্লিরা ঠিকমতো নামাজ আদায় করতে পারছেন না। এখন এসএসসি পরীক্ষা চলছে।

কিন্তু এই পর্যটন কেন্দ্রের কারণে পরীক্ষা গ্রহণেও ব্যাঘাত ঘটছে। এলাকাবাসী বলেন, আমরা এই পর্যটন কেন্দ্রের অপসারণ চাই। আমরা শান্তি চাই।আমরা খুনি কাজী মিজানের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। নাম প্রকশে অনিচ্ছুক কয়েকজন নারী জানান, এখানে মোহনপুর পর্যটনের নামে অসামাজিক, অনৈতিক ও অবৈধ কার্যকলাপের কারণে পর্যটন কেন্দ্র বন্ধ করে কোনো গার্মেন্টস করলে এখানকার নারী-পুরুষের বেকারত্ব দূর হতো।

কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতো। তিনি আরো বলেন, এই পর্যটন কেন্দ্র বন্ধ হলে স্থানীয় যুবসমাজসহ  বিভিন্ন পেশার মানুষ উপকৃত হবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here