মতলব উত্তর ২০২৪ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

0
মতলব উত্তর ২০২৪ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রেসনিউজ২৪ডটকমঃ নিজস্ব প্রতিবেদক ঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার আউলিয়াবাগ দাখিল মাদ্রাসার ২০২৪ ইং সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার সময় মাদ্রাসা মিলনায়তনে বিদায়ী শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আউলিয়াবাগ দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি, গণপ্রজান্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রাণালয়ের (অবঃ) যুগ্ন-সচিব আল্লামা শায়েখ মোঃ ইব্রাহিম খলিল পীর সাহেব।

দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য  রাখেন, মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার একি মিত্র চাকমা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছেংগারচর পৌরসভার মেয়র লায়ন আলহাজ্ব আরিফ উল্লাহ সরকার ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোঃ সাইফুল ইসলাম। এতে স্বাগত বক্তব্য রাখেন, আউলিয়াবাগ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ নাজির আহাম্মদ ও সহকারী সুপার মাওলানা মোঃ মোশরাফ হোসাইন।

অত্র মাদ্রাসার সহকারী সুপার মাওলানা মোঃ হোসাইন আহম্মেদ ও সহকারী সুপার মুফতি মাওলানা মোঃ তাওহিদুল ইসলাম এর যৌথ সঞ্চালনায় দাখিল পরীক্ষার্থীদের সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, আউলিয়াবাগ দাখিল মাদ্রাসার দাতা সদস্য মোঃ আবুল কালাম আজাদ, সাড়ে পাঁচআনী মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মোঃ এনামুল হক, ছেংগারচর পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল মুফতি, ১নং ওয়ার্ড কাউন্সিলর সবুজ সরকার, সংরক্ষিত মহিলা কাউন্সিলর আকলিমা আক্তার, মাদ্রাসা পরিচালনা কমিটির বিদ্যুৎসাহী সদস্য মোঃ ওমর ফারুক শিকদার, বিশিষ্ট সমাজ সেবক মোঃ আঃ মালেক শিকদার,মাওলানা এরশাদুল ইসলাম,সহকারী মৌলভী মাওলানা হাবিবুল্লাহ,সহকারী শিক্ষক মোঃ আমিনুর রহমান, মাওলানা মোঃ শাহ আলম, মোঃ ছানাউল্লাহ সরকার, বিশিষ্ট সমাজ সেবক মোঃ লিটন সরকার,সমাজ সেবক আবুল বাশার খান, হারুন-অর-রশিদ মুফতি,পরীক্ষার্থীদের পক্ষে মোঃ ছাকিবুল হাসান, সোহাগ সরকার, নবম শ্রেণির শিক্ষার্থী সাইদুল ইসলাম, ৬ষ্ঠ শ্রেণির ফয়জুল করিম প্রমূখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিদেরকে প্রথমে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর অতিথিদেরকে আউলিয়াবাগ দাখিল মাদ্রাসার দাতা সদস্য বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক সিরামিক রেক কোম্পানীর মার্কেটিং ম্যানেজার মোঃ আবুল কালাম আজাদ,এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ করা হয়। শেষে পরীক্ষার্থীদের শুভকামনা জানিয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন, মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি, গণপ্রজান্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রাণালয়ের (অবঃ) যুগ্ন-সচিব আল্লামা শায়েখ মোঃ ইব্রাহিম খলিল পীর সাহেব।

তিনি এসময় ছাত্র-ছাত্রীদের ধর্মীয় অনুশাসন মেনে চলার আহ্বান জানিয়েছেন এবং তাদের উচ্চ শিক্ষার জন্য মন খুলে দোয়া করছেন ।এসময় উপজেলা নির্বাহী অফিসার একি মিত্র চাকমা বলেন, শিক্ষাই হবে তোমাদের জীবনের সর্ব শ্রেষ্ঠ অর্জন।তোমাদেরকে সুশিক্ষা অর্জন করে দেশ ও জাতির কল্যানে আত্মনিয়োগ করতে হবে। একদিন তোমরাই হবে আগামী দিনের শ্রেষ্ঠ দেশ প্রেমিক ও
সুনাগরিক। তোমাদের মাধ্যমেই জাতির ভাবমূর্তি সারাবিশ্বে উজ্জল হবে। বঙ্গবন্ধুর কন্যা প্রধ্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শিক্ষায় ব্যাপক উন্নয়ন করছেন। প্রতিটি ছেলে-মেয়েকে শিক্ষিত করার জন্য কাজ করছেন।

তোমরা যারা পরীক্ষা দিবে, পরীক্ষা শুরু হওয়ার আগে ভালো ভাবে প্রশ্ন দেখবে। যে প্রশ্নটা ভালো পারবে সেটা আগে খাতায় লিখবে। পরীক্ষায় প্রতিটি প্রশ্ন লিখবে। তোমাদের হাতে আরো কয়েকটা দিন বাকী রয়েছে,ভালো করে প্রস্তÍুতি গ্রহণ করবে বলে আমি আশাকরি।ছেংগারচর পৌরসভার মেয়র আলহাজ্ব লায়ন আরিফ উল্লাহ সরকার বলেন, আউলিয়াবাগ দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা ভালো ফলাফল অর্জন করে আসছে। এমাদ্রাসার ভাল ফলাফলের ধারাবাহিকতা রক্ষায় তোমরাও ভাল ভাবে পড়া লেখা করে সুশিক্ষিত হওয়ার পাশাপাশি পিতা- মাতা, শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠান এর মুখ উজ্জল করবে।

এসময় তিনি বলেন, জাতির বিকাশ ও উন্নয়নের জন্য শিক্ষার ভূমিকা অপরিহার্য। মেধা বিকাশের মাধ্যমে একটি উন্নত জাতি গঠন করা সম্ভব। তিনি অত্র মাদ্রাসার জন্য তার পৌর পরিষদ এবং তারব্যক্তিগত তহবিল থেকে মাদ্রাসারশিক্ষার্থীদেও জন্য ওয়াশরুম ও মাদ্রাসা প্রবেশ পথের কালভার্টটি করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। এছাড়া মাদ্রাসাটি জেডেসি পরীক্ষা কেন্দ্র হওয়ায় চারদিতে বাউন্ডারী করে দেওয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসারের নিকট দাবী জানান।

তিনি আরও বলেন,আপনাদের এলাকার কৃতি সন্তান ও বিশিষ্টসমাজসেবক মাদ্রাসা পরিচালনা কমিািটর সভাপতি ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা গণপ্রজান্ত্রী বাংলাদেশ সরকারের (অবঃ) যুগ্ন-সচিব আল্লামা শায়েখ ইব্রাহিম নখলিল পীর সাহেব এর আন্তরিক প্রচেষ্টায় মাদ্রাসার সার্বিক উন্নতি হবে বলে আমি মনে করি।উল্লেখ্য এ বছর আউলিয়াবাগ দাখিল মাদ্রাসা থেকে মোট ৪৩ জন শিক্ষার্থী এবারের ২০২৪ সালের দাখিল পরীক্ষায় অংশ গ্রহণ করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here