প্রেসনিউজ২৪ডটকমঃ নিজস্ব প্রতিবেদক ঃ চাঁদপুর ২ আসনের একাধিক বার নির্বাচিত সংসদ সদস্য ও দুই বারের সাবেক সফল মন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেছেন, দেশের মানুষ আর বিএনপির অন্ধকারে ফিরে যেতে চায়না। মানুষ আলোকিত বাংলাদেশ চায়। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই চায়। দেশের মানুষ ভালো করেই জানে দেশকে এগিয়ে নিতে হলে নৌকার বিকল্প নেই।
বুধবার ২০ সেপ্টেম্বর বিকেলে চাঁদপুর ২ নির্বাচনি আসনের মোহনপুর ইউনিয়নের বাহাদুর গ্রামে সন্ত্রাসীদের হাতে নিহত মোহনপুর ইউনিয়ন যুবলীগ নেতা মোবারক হোসেন বাবুর স্মরণে স্থানীয় আওয়ামী লীগ,অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত মিলাদ ও দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেন, প্রধানমন্ত্রী শেখহাসিনার হত্যার হুমকির প্রতিবাদ সভায় মিছিল নিয়ে আওয়ামীলীগের সমাবেশে মিছিল নিয়ে যাওয়ার পথে সন্ত্রাসীদেও গুলিতে মোহনপুর ইউনিয়ন যুবলীগ নেতা মোবারক হোসেন বাবু নিহত হন। এছাড়াও গুলিবিদ্ধ হন আরো ৫ জন। এ হত্যাকান্ডের দৃষ্টান্তমূলক সাস্তি হবে।
বাবুর শোককে শক্তিতে রুপান্তরিত করে আগামী নির্বাচনে নৌকার জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রশাসন নিরপেক্ষভাবে তা ব্যবস্থা গ্রহণ করছে। আপনারা কেউ আইন নিজের হাতে তুলে নিবেন না। বাহাদুরপুর গ্রাম আওয়ামীলীগের ঘাঁটি, শেখ হাসিনার ঘাঁটি। নৌকার ঘাটি। আপনারা অনেক অত্যাচার,নির্যাতন,হামলা,খুনের শিকার হয়েছেন। আপনারা ধৈর্য্য ধরেছেন। আরো ধৈর্য্য ধরুন। এর সুফল আপনারা পাবেন। জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন,আর নৌকার জন্য ভোট চাবেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাবেক মন্ত্রী মায়া চৌধুরীর জ্যাষ্ঠ পুত্র সাজেদুল হোসেন চৌধুরী দিপু। মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই প্রধানের সভাপতিত্বে ও মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম হাওলাদারের পরিচালনায় আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক
সম্পাদক গাজী ইলিয়াসুর রহমান, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি আশফাক হোসেন চৌধুরী মাহি, মোহনপুর ইউনিয়ন পরিষদ এর ৬নং ওয়ার্ড ইউপি সদস্য আওয়ামী লীগ নেতা আলমগীর কবিরাজ,নিহত মোবারক হোসেন বাবুর ছোট ভাই আওয়ামী লীগ নেতা আমির হোসেন কালু,স্থানীয় আওয়ামী লীগ নেতা নান্নু মিঝি,ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লনি শিকদার, আওয়ামী লীগ নেতা বাবুল প্রধান প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য আহসান উল্লাহ হাসান, শাহআলম সিদ্দিকি, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ হোসেন, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মনির হোসেন বেপারী, উপজেলা আওয়ামী লীগ নেতা বাবু রাদশ্যম সাহা চান্দু,কলাকান্দা ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আঃ সোবহান সরকার সুভা,উপজেলা যুবলীগের সদস্য হাসান মোরশেদ আহার চৌধুরী, ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান ঢালী, ছেংগারচর পৌর যুবলীগের সাধারণ সম্পাদকমোঃ জাকির খান, উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মোল্লা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পারভীন চৌধুরী, চাঁদপুর জেলা ছাত্র লীগের সাবেক সহসভাপতি অ্যাড.সেলিম মিয়া, ছেংগারচর পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব রুহুল আমিন মোল্লা,
মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক তামজিদ সরকার রিয়াদ, ঢাকা মহানগর উত্তর ছাত্র লীগের সাবেক সহসভাপতি রহমত উল্লাহ সরকার লিখন, মোহনপুর ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইব্রাহিম, ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের আহবায়ক মনির হোসেন, পৌর আ’লীগ নেতা খোকন প্রধান, জাহাঙ্গীর ভুইয়া, ছেংগারচর পৌর সেচ্ছাসেবকলীগৈর সভাপতি রফিকুল ইসলাম রিপন,উপজেলা মৎস্যজীবিলীগের সভাপতি নাইমুল হাসান লাভলু, সাধারণ সম্পাদক মোঃ শাহিন চৌধুরী, পৌর আওয়ামীলীগ ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহাজালাল খান,ছেংগারচর পৌর মৎস্যজীবিলীগের সভাপতি মোঃ জনি সরকার,যুগ্নসম্পাদক বিল্লাল মিঝি,সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে নিহত যুবলীগ নেতা মোবারক হোসেন বাবুর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।